ক্যারিয়ারে বহু ছক্কা মেরেছেন জাভেদ মিয়াঁদাদ। কিন্তু ১৯৮৬ সালে অস্ট্রাল-এশিয়া কাপের ফাইনালে ভারতের চেতন শর্মাকে শেষ বলে ছক্কা মেরে জয় উপহার দিয়েছিলেন পাকিস্তানকে। শারজাহ স্টেডিয়ামের সেই ছক্কাটি ইতিহাসখ্যাত হয়ে আছে। ভারত ও পাকিস্তান এশিয়ার ক্রিকেটের দুই পরাশক্তি। দুই প্রতিবেশী দেশ। দুই দেশের বৈরিতা বহু যুগের। এ বৈরিতা এখন এমন এক পর্যায়ে পৌঁছেছে, দুই দল নিরপেক্ষ ভেন্যু ছাড়া, আইসিসি ও এসিসি আয়োজিত কোনো টুর্নামেন্ট ছাড়া মুখোমুখি হয় না। দুবাই আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে দুই দল আজ মুখোমুখি হচ্ছে। সূর্যকুমার যাদবের ভারত ও সালমান আগার পাকিস্তান মুখোমুখি হচ্ছে টি-২০ এশিয়া কাপে। টি-২০ বিশ্বকাপের ফাইনাল ২৮ সেপ্টেম্বর। মূল ফাইনালের দুই সপ্তাহ আগে অলিখিত ফাইনালের স্বাদ নিচ্ছেন দুবাইয়ের ক্রিকেটপ্রেমীরা। দুই দলের ক্রিকেট ‘মহারণ’ মাঠে গড়াবে আজ বাংলাদেশ সময় রাত সাড়ে ৮টায়। ম্যাচটি ঘিরে উত্তেজনায় ফুটছে দুবাইসহ দুই দেশের শতকোটি ক্রিকেটপ্রেমী।
মাঠের লড়াইয়ে নামার আগে দুই দলের ক্রিকেটার, ক্রিকেটপ্রেমীরা অদৃশ্য লড়াইয়ে মেতে উঠেছে। সমাজমাধ্যমে একে অন্যকে ঘায়েল করতে ব্যস্ত হয়ে পড়েছে। মাঠের বাইরের লড়াইয়ে দুই দল সমানে সমান। আজকের মাঠের লড়াইয়ে যে দল জিতবে, ‘এ’ গ্রুপ থেকে সবার আগে সুপার ফোর নিশ্চিত করবে। এর মধ্যে দুই দল একটি করে ম্যাচ জিতেছে। ভারত মাত্র ২৭ বলে ৯ উইকেটের বড় ব্যবধানে হারিয়েছে স্বাগতিক সংযুক্ত আরব আমিরাতকে। পাকিস্তান ৯৩ রানে হারিয়েছে ওমানকে।
ভারত বর্তমান টি-২০ বিশ্বচ্যাম্পিয়ন। পাকিস্তান বিশ্বকাপ জিতেছিল ২০০৯ সালে। ২০০৭ সালে টি-২০ বিশ্বকাপের ফাইনাল খেলেছিল দুই প্রতিবেশী ভারত ও পাকিস্তান। ডারবানের ফাইনালটি ‘টাই’ হয়েছিল। ভারত পরবর্তীতে চ্যাম্পিয়ন হয় বোল্ডআউটে; যা টি-২০ ক্রিকেট ইতিহাসে প্রথম ও শেষ। ইতিহাসের পাতায় চিরস্থায়ী হয়ে থাকবে ওই ফাইনালটি। টি-২০ ক্রিকেটে দুই দল এখন পর্যন্ত ১৩ বার পরস্পরের মুখোমুখি হয়েছে। ভারতের ৯ জয়ের বিপরীতে পাকিস্তানের জয় তিনবার। একবার ‘টাই’ হয়েছে। দুই দল সর্বশেষ টি-২০ ম্যাচ খেলেছিল ১৫ মাস আগে মার্কিন যুক্তরাষ্ট্রের নিউইয়র্কে টি-২০ বিশ্বকাপে। ভারত ম্যাচটি জিতেছিল ৬ রানে। দুবাইয়ে দুই দল সর্বশেষ খেলেছিল চলতি বছরের ফেব্রুয়ারিতে। চ্যাম্পিয়নস ট্রফির ম্যাচটিও জিতেছিল ভারত। দুই সাবেক বিশ্বচ্যাম্পিয়ন ও এশিয়া চ্যাম্পিয়ন ভারত ও পাকিস্তান ম্যাচ দেখতে একটি টিকিট পেতে হাহাকার দুবাইজুড়ে।