রাজধানীর বিজয় সরণির কলমিলতা বাজারের ক্ষতিপূরণ আদায় ও মিরপুর ভাসানটেক বস্তি পুনর্বাসন প্রকল্প বাস্তবায়ন চুক্তি বাতিল আদেশ প্রত্যাহারের দাবিতে গত ৯ আগস্ট থেকে টানা ৩৫ দিন যাবৎ জাতীয় প্রেস ক্লাবের সামনে অবস্থান কর্মসূচি পালন করছে মুক্তিযোদ্ধা পরিবার ও বস্তিবাসী।
মুক্তিযোদ্ধা পরিবারের সন্তান মো. আবদুর রহিম বলেন, দাবি আদায় না হওয়া পর্যন্ত কর্মসূচি চলবে। আগামী ১৫ সেপ্টেম্বর মিছিল নিয়ে দুদক কার্যালয়ে যাব এবং স্মারকলিপি দেব। এ ছাড়া একই দিন বিএনপি ও জামায়াতে ইসলামীর কার্যালয়ে স্মারকলিপি দেওয়া হবে। তিনি জানান, দাবি আদায়ে ভূমি উপদেষ্টার বাসভবন ঘেরাও কর্মসূচি পালন করতে গেলে পুলিশ তাদের বাধা দেয়। মারমুখী অবস্থা সৃষ্টি হলে পুলিশের উদ্যোগে ভূমি মন্ত্রণালয়ের সিনিয়র সচিবের সঙ্গে সাক্ষাৎ করেন। সচিব আগের মতো বিষয়টির সমাধানের আশ্বাস দেন।