জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (জাকসু) নির্বাচনেও চমক দেখাল বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির। ৩৩ বছরের অপেক্ষা, ৪৮ ঘণ্টার ভোটগণনা আর একের পর এক নাটকীয়তা শেষে গতকাল সন্ধ্যায় ঘোষণা করা হয়েছে জাকসু ও হল সংসদের ফলাফল। সাধারণ সম্পাদক-জিএস, যুগ্ম সাধারণ সম্পাদক-এজিএস-সহ ২৫টি পদের মধ্যে ২০টিতেই ব্যাপক ব্যবধানে জয়লাভ করেছেন ছাত্রশিবির সমর্থিত প্যানেল ‘সমন্বিত শিক্ষার্থী জোট’-এর প্রার্থীরা। বাকি পাঁচটি পদের মধ্যে দুটিতে জয় পেয়েছেন বাংলাদেশ গণতান্ত্রিক ছাত্রসংসদ (বাগছাস)-এর প্রার্থীরা। ক্রীড়া সম্পাদক ও সাংস্কৃতিক সম্পাদক পদ দুটিতে জয় পেয়েছেন দুই স্বতন্ত্র প্রার্থী। সহসভাপতি-ভিপি পদে সর্বোচ্চ ভোট পেয়ে জয়ী হয়েছেন ‘স্বতন্ত্র শিক্ষার্থী সম্মিলন প্যানেলের’ আবদুর রশীদ জিতু। তিনি এক সময় বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের (সন্ত্রাসী কার্যক্রমের দায়ে নিষিদ্ধ) রাজনীতির সঙ্গে যুক্ত ছিলেন। তবে জুলাই গণ অভ্যুত্থানে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক হিসেবে সামনের সারিতে থেকে নেতৃত্ব দেন জিতু।
ভোট গ্রহণের দীর্ঘ ৪৮ ঘণ্টা পর গতকাল সন্ধ্যা ৬টায় বিশ্ববিদ্যালয়ের সিনেট ভবনে নির্বাচনের ফল ঘোষণা করা হয়। জাকসুর প্রধান নির্বাচন কমিশনার মো. মনিরুজ্জামান এবং বিশ্ববিদ্যালয়ের প্রক্টর ও নির্বাচন কমিশনের সদস্যসচিব এ কে এম রাশিদুল আলম ফল ঘোষণা করেন। ভোটের ফল জানতে উন্মুখ হয়ে থাকা বিশ্ববিদ্যালয়টির সাধারণ শিক্ষার্থী এবং প্রার্থীরা এ সময় সিনেট ভবনের বাইরে ও ভিতরে ভিড় জমান। নিজ নিজ পছন্দের প্রার্থীর নাম ধরে স্লোগান দেন। উৎসবমুখর পরিবেশে ভোটের ফল ঘোষণার পর বিজয়ী প্রার্থী ও তাদের সমর্থকরা উল্লাসে ফেটে পড়েন। বিজয়ী ভিপি আবদুর রশীদ জিতুকে নিয়ে তার সমর্থকরা ক্যাম্পাসজুড়ে বিজয়োল্লাসের মিছিল করেন।
জিএস পদে ইংরেজি বিভাগের ৪৮ ব্যাচের শিক্ষার্থী ও শিবির সমর্থিত প্যানেলের মাজহারুল ইসলাম, এজিএস (ছাত্র) পদে প্রত্নতত্ত্ব বিভাগের (৪৯ ব্যাচ) শিক্ষার্থী ও শিবির সমর্থিত প্যানেলের ফেরদৌস আল হাসান, এজিএস (ছাত্রী) পদে দর্শন বিভাগের (৪৮ ব্যাচ) শিক্ষার্থী ও শিবির সমর্থিত প্যানেলের আয়েশা সিদ্দিকা মেঘলা জয়লাভ করেছেন।
শিবির সমর্থিত প্যানেলের জয়ী অন্যরা হলেন- শিক্ষা ও গবেষণা সম্পাদক পদে আবু উবায়দা উসামা, পরিবেশ ও প্রকৃতি সংরক্ষণ সম্পাদক পদে সাফায়েত মীর, সাহিত্য ও প্রকাশনা সম্পাদক পদে জাহিদুল ইসলাম বাপ্পি, সহ-সাংস্কৃতিক সম্পাদক পদে রায়হান উদ্দিন, নাট্য সম্পাদক পদে রুহুল ইসলাম, সহ-ক্রীড়া (ছাত্র) পদে মাহাদী হাসান, সহ-ক্রীড়া (ছাত্রী) পদে ফারহানা লুবনা, আইটি ও গ্রন্থাগার পদে রাশেদুল ইমন লিখন, সহ-সমাজসেবা ও মানবসেবা উন্নয়ন পদে (ছাত্র) তৌহিদ ইসলাম, সহ-সমাজসেবা ও মানবসেবা উন্নয়ন (ছাত্রী) পদে নিগার সুলতানা, স্বাস্থ্য ও খাদ্য নিরাপত্তা বিষয়ক সম্পাদক পদে হুসনী মোবারক, পরিবহন ও যোগাযোগ সম্পাদক পদে পরিবেশ বিজ্ঞান বিভাগের তানভীর রহমান, কার্যকরী সদস্য পদে রয়েছেন- ফাবলিহা জাহান, নাবিলা বিনতে হারুন, নুসরাত জাহান ইমা, হাফেজ তরিকুল ইসলাম, আবু তালহা জয়লাভ করেছেন। অন্যদিকে বাগছাসের হয়ে সমাজসেবা ও মানবসেবা উন্নয়ন সম্পাদক পদে আহসান লাবিব, কার্যকরী সদস্য পদে মোহাম্মদ আলী চিশতী জয়ী হয়েছেন। স্বতন্ত্র নির্বাচন করে ক্রীড়া সম্পাদক পদে বাংলা বিভাগের ৪৮তম ব্যাচের শিক্ষার্থী মাহমুদুল হাসান কিরণ এবং সাংস্কৃতিক সম্পাদক পদে শেখ জিসান আহমেদ জয়ী হয়েছেন।
গত বৃহস্পতিবার সকাল ৯টা থেকে শুরু হয় জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি) শিক্ষার্থীদের দীর্ঘ তিন দশকের প্রতীক্ষার জাকসু নির্বাচনের ভোট গ্রহণ। চলে বিকাল ৫টা পর্যন্ত।
নির্বাচন কমিশন এবং বিশ্ববিদ্যালয় প্রশাসনের অব্যবস্থাপনায় ভোট গ্রহণ নিয়ে দিনব্যাপী উঠে নানাবিধ অভিযোগ। ভোট কারচুপির অভিযোগ তুলে নির্বাচন বর্জন করে জাবি শাখা জাতীয়তাবাদী ছাত্রদল সমর্থিত প্যানেলসহ আরও পাঁচটি প্যানেলের প্রার্থীরা। ভোট গণনার ওএমআর মেশিন জামায়াত সংশ্লিষ্ট কোনো এক নেতার প্রতিষ্ঠান থেকে ক্রয় করা হয়েছে এমন অভিযোগও তোলে ছাত্রদল। তাদের অভিযোগের পরিপ্রেক্ষিতে নির্বাচনি স্বচ্ছতা দেখাতে ওএমআর এর বদলে হাতে গুনে নির্বাচনি ফল প্রস্তুতের ঘোষণা দেয় নির্বাচন কমিশন। ৪৮ ঘণ্টার এই ভোট গণনাযজ্ঞে একের পর এক নাটকীয়তা শুরু হয়। শেষ পর্যন্ত জাকসুর ফল প্রকাশ করা সম্ভব হবে কি না তা নিয়েও তৈরি হয় সন্দেহ-সংশয়। এরই মধ্যে নির্বাচনে দায়িত্বরত চারজন বিএনপিপন্থি এবং একজন আওয়ামিপন্থি শিক্ষক নির্বাচনি অব্যবস্থাপনা এবং ভোটে কারচুপির অভিযোগ জানিয়ে নির্বাচনি দায়িত্ব হতে পদত্যাগ করেন। সবশেষ গতকাল নির্বাচন কমিশনের আরেক সদস্য রেজওয়ানা করিম স্নিগ্ধা পদত্যাগ করেন। ভোট গ্রহণ কার্যক্রম শেষে ভোট গণনা কার্যক্রমে অংশ নিতে এসে গত শুক্রবার মারা যান বিশ্ববিদ্যালয়টির চারুকলা বিভাগের একজন শিক্ষিকা। চারুকলা বিভাগের এই সহকারী অধ্যাপক জান্নাতুল ফেরদৌস মৌমিতা (৩১) প্রীতিলতা হলে পোলিং অফিসারের দায়িত্বে ছিলেন।
জাবিতে আজ ক্লাস-পরীক্ষা বন্ধ : আজ রবিবার বিশ্ববিদ্যালয়ের সব অফিস ও ক্লাস-পরীক্ষা বন্ধ ঘোষণা করেছে প্রশাসন। একই সঙ্গে পূর্বনির্ধারিত সব পরীক্ষা স্থগিত করা হয়েছে। গতকাল বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার এ বি এম আজিজুর রহমান স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। এতে বলা হয়, নির্বাচনকেন্দ্রিক টানা চার দিন কার্যক্রম চলার কারণে রবিবার বিশ্ববিদ্যালয় বন্ধ রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
জাকসুর ভিপি কে এই জিতু? : দীর্ঘ ৪৮ ঘণ্টা ভোট গণনা শেষে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (জাকসু) নির্বাচন-২০২৫ এর ফল ঘোষণা করেছে নির্বাচন কমিশন। এতে সর্বোচ্চ ভোট পেয়ে সহসভাপতি (ভিপি) পদে নির্বাচিত হয়েছেন ‘স্বতন্ত্র শিক্ষার্থী সম্মিলন’ প্যানেলের আবদুর রশিদ জিতু। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী ছিলেন ইসলামী ছাত্রশিবির-সমর্থিত ‘সমন্বিত শিক্ষার্থী জোট’-এর আরিফুল্লাহ আদিব। ভিপি পদে নির্বাচিত আবদুর রশিদ জিতু ৩ হাজার ৩৩৪ ভোট পেয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী আদিবের ভোটসংখ্যা ২ হাজার ৩৯২। তাদের ভোটের ব্যবধান ৯৪৭। আবদুর রশিদ জিতু বিশ্ববিদ্যালয়ের গণ অভ্যুত্থান রক্ষা আন্দোলনের আহ্বায়ক এবং তুলনামূলক সাহিত্য ও সংস্কৃতি ইনস্টিটিউটের ৪৭তম ব্যাচের শিক্ষার্থী। তিনি জুলাই আন্দোলনের প্রথম থেকে সোচ্চার ছিলেন। তিনি জাবিতে জুলাই আন্দোলনের অন্যতম সমন্বয়ক ছিলেন। এমনকি গণ অভ্যুত্থান-পরবর্তী শিক্ষার্থীদের স্বার্থে যৌক্তিক সব আন্দোলনের প্রথম সারিতে ছিলেন তিনি। মূলত জুলাই আন্দোলন থেকে তার জনপ্রিয়তা ছড়িয়ে পড়ে জাবি ক্যাম্পাসে। তবে ৫ আগস্ট-এর পূর্ব পর্যন্ত তিনি নিষিদ্ধ ঘোষিত সংগঠন ছাত্রলীগের জাবি শাখার রাজনীতির সঙ্গে যুক্ত ছিলেন। যার কারণে বিভিন্ন সময় তাকে সমালোচনার মুখেও পড়তে হয়েছে।