রেডিও ক্যাপিটাল ৯৪.৮ এফএমের ব্যবস্থাপনায় ইউটিউবে যাত্রা শুরু করল ‘ক্যাপিটাল ড্রামা’ ও ‘ক্যাপিটাল মিউজিক’ নামের দুটি চ্যানেল। এ চ্যানেল দুটির জন্য রেডিও ক্যাপিটাল নিজস্ব নাটক ও মিউজিক কন্টেন্ট তৈরি করবে। গতকাল দুপুরে ইন্টারন্যাশনাল কনভেনশন সিটি বসুন্ধরার (আইসিসিবি) ৫ নম্বর হলে কেক কেটে চ্যানেল দুটির উদ্বোধন করা হয়। এ সময় উপস্থিত ছিলেন বসুন্ধরা গ্রুপের চেয়ারম্যানের মিডিয়া অ্যাডভাইজার আবদুল বারী এবং সেক্রেটারি মাসুদুর রহমান মান্না, হেড অব রেডিও ক্যাপিটাল আনোয়ারুল আলম সজল এবং নাটকের অভিনেতা-অভিনেত্রীসহ কলাকুশলীরা। অনুষ্ঠানে মাসুদুর রহমান মান্না বলেন, পড়াশোনা ও খেলাধুলার পাশাপাশি চিত্তবিনোদনের জন্য যে জগৎটা আমাদের রয়েছে সেটা নিয়ে আরও কাজ করার সুযোগ রয়েছে। ক্যাপিটাল ড্রামা ও ক্যাপিটাল মিউজিক নামে দুটি চ্যানেল শুরু করতে যাচ্ছি। এ যাত্রার মধ্য দিয়ে সাংস্কৃতিক কর্মীদের সঙ্গে যুক্ত হতে আজকের এ অনুষ্ঠান। তিনি আরও বলেন, বসুন্ধরা গ্রুপের চেয়ারম্যান আহমেদ আকবর সোবহানের পরিকল্পনা ও নির্দেশনাকে সামনে রেখে এ পথচলা। অভিনেতা তৌসিফ মাহবুব বলেন, মানুষ নাটকের মধ্যে জীবনের গল্প খোঁজার চেষ্টা করে। ‘চলো হারিয়ে যাই’ সে ধরনের গল্প। যার বাস্তব রূপ দিয়েছে বসুন্ধরা গ্রুপ। এর মাধ্যমে সুস্থ সংস্কৃতির বিকাশে পৃষ্ঠপোষকতা দেওয়ার পাশাপাশি শিল্পী-কলাকুশলীদের কাজের পরিধি বাড়াতে সহায়তা করবে। অভিনেত্রী কেয়া পায়েল বলেন, সুস্থধারার বিনোদনে বসুন্ধরা এগিয়ে এসেছে, আরও বেশি নাটক বানাবে; এ খবর আমাদের আশান্বিত করে। অনুষ্ঠানে রেডিও ক্যাপিটালের চারটি নাটক ও দুটি মিউজিক ভিডিও আনুষ্ঠানিকভাবে উন্মোচন করা হয়। এর মধ্যে ‘প্রিয় প্রজাপতি’ নাটকে অভিনয় করেছেন অপূর্ব ও তাসনিয়া ফারিণ। ‘চলো হারিয়ে যাই’ নাটকে অভিনয় করেছেন তৌসিফ, তটিনী, আবুল হায়াত ও দিলারা জামান। ‘মিথ্যা প্রেমের গল্পে’ অভিনয় করেছেন জোভান ও নাজনিন নিহা। আর ‘অনেকদিন পরে’ অভিনয় করেছেন মুশফিক আর ফারহান ও কেয়া পায়েল। জাকারিয়া শৌখিন পরিচালিত ‘প্রিয় প্রজাপতি’ প্রচারিত হবে ঈদুল আজহার পরদিন সন্ধ্যা ৬টায়। ঈদের পর আসবে নতুন দুটি নাটক। নাটক দুটি নির্মাণ করবেন শিহাব শাহীন ও ভিকি জাহেদ।
শিরোনাম
- সীতাকুণ্ডে লরির ধাক্কায় দুই মোটরসাইকেল আরোহী নিহত
- মাঠে নামার আগেই আলোচনায় মিচেল
- মতিঝিলে সমন্বয়ক পরিচয়ে ভবন দখলের চেষ্টা
- শাহজিবাজার গ্রিডে অগ্নিকাণ্ডে বিদ্যুৎহীন হবিগঞ্জ
- মিথ্যা মামলা ও মব সন্ত্রাস অন্তর্বর্তী সরকারের আমলে সবচেয়ে দুর্ভাগ্যজনক ঘটনা : আইন উপদেষ্টা
- কলেরায় মৃত্যুর উচ্চ ঝুঁকিতে আফ্রিকার ৮০ হাজার শিশু: ইউনিসেফ
- জুলাই বিপ্লব কেবল ঘটনা প্রবাহ নয়, দায়িত্ববোধের জাগরণ : আইজিপি
- কিশোরী ধর্ষণে যুবকের যাবজ্জীবন, সন্তানের ভরণপোষণের নির্দেশ
- ডোপ টেস্টে পজিটিভ হলেই প্রার্থিতা বাতিল
- জাতীয় বক্সিংয়ে দেশসেরা জিনাত, আফরার লড়াই প্রশংসিত
- পিআর পদ্ধতিতে সংসদের উচ্চকক্ষ গঠনের সিদ্ধান্ত কমিশনের, আলোচনায় উত্তেজনা
- সারাদেশে পলিথিন ও শব্দ দূষণ রোধে অভিযান, জরিমানা আদায়
- ন্যায়বিচার ও আইনের শাসনকে প্রতিষ্ঠা না করলে গণতন্ত্র টিকবে না: সরোয়ার
- ইসরায়েল কূটনৈতিকভাবে ‘বিচ্ছিন্ন’ হয়ে পড়ছে: জার্মানি
- তেহরানে ভয়াবহ পানি সংকটের শঙ্কা, সতর্ক করলেন পেজেশকিয়ান
- নাটোরে হাত-পা-মুখ বাঁধা অবস্থায় ঝালমুড়ি বিক্রেতা উদ্ধার
- সংবিধান সংশোধন জটিল করতেই কেউ কেউ পিআর পদ্ধতির প্রস্তাব দিচ্ছে : সালাহউদ্দিন
- প্রাইজবন্ডের ড্র, লাখ টাকা পুরস্কার পেল যেসব নম্বর
- আগামী নির্বাচন দেশের প্রতিটি মানুষের জন্য গুরুত্বপূর্ণ : তারেক রহমান
- অক্টোবরে আসিয়ান সম্মেলনে যোগ দিচ্ছেন ট্রাম্প
রেডিও ক্যাপিটালের দুই ইউটিউব চ্যানেল চালু
নিজস্ব প্রতিবেদক
প্রিন্ট ভার্সন

এই বিভাগের আরও খবর