যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প জানিয়েছেন, তার দলের অনেক সমর্থক এখন ইসরায়েলের প্রতি বিরূপ মনোভাব পোষণ করছেন। ব্রিটিশ সংবাদমাধ্যম ফিন্যান্সিয়াল টাইমস এক প্রতিবেদনে জানায়, সম্প্রতি এক ইহুদি দাতাকে দেওয়া বক্তব্যে ট্রাম্প এ মন্তব্য করেন।
ট্রাম্প বলেন, ‘আমাদের অনেক সমর্থক ইসরায়েলকে ঘৃণা করা শুরু করেছে।’ ওই ইহুদি দাতার নাম প্রকাশ না করলেও জানা গেছে, তিনি নিয়মিতভাবে ট্রাম্পের রাজনৈতিক দল রিপাবলিকান পার্টিকে আর্থিক সহায়তা দিয়ে থাকেন। তার বরাতে ট্রাম্পের এমন মন্তব্য ব্যাপক আলোচনার জন্ম দিয়েছে সোশ্যাল মিডিয়ায়।
ফিন্যান্সিয়াল টাইমস–এর প্রতিবেদনে মধ্যপ্রাচ্যবিষয়ক এক বিশেষজ্ঞের বরাতে বলা হয়, রিপাবলিকানদের মধ্যে একটি শক্তিশালী ইসরায়েল ও ইহুদি বিরোধী মনোভাব গড়ে উঠছে, যা হোয়াইট হাউসের নজরেও এসেছে।
বিশ্লেষকরা বলছেন, গাজা উপত্যকায় ইসরায়েলি অভিযান ও অবরোধের প্রেক্ষিতে এই বিরূপ মনোভাব তৈরি হচ্ছে। গত দুই মাস ধরে ইসরায়েল গাজা উপত্যকায় কঠোর অবরোধ আরোপ করে রেখেছিল, যার ফলে সেখানে ভয়াবহ খাদ্য সংকট দেখা দেয়। অনেক শিশু অপুষ্টিতে ভুগে মৃত্যুর মুখে পড়ে— এমন ছবি প্রকাশ পেলে বিশ্বজুড়ে তীব্র প্রতিক্রিয়া সৃষ্টি হয়।
গাজার মানবিক বিপর্যয় নিয়ে ট্রাম্পসহ রিপাবলিকান দলের অনেক সদস্য প্রকাশ্যে ইসরায়েলের সমালোচনা করেছেন। ডানপন্থি রিপাবলিকান নেত্রী এবং ট্রাম্পের ঘনিষ্ঠ মেজোরি টেইলর গ্রিন গত সপ্তাহে মন্তব্য করেন, ‘গাজায় গণহত্যা চলছে।’
এদিকে, বিভিন্ন আন্তর্জাতিক সংবাদমাধ্যমে প্রকাশিত খবরে বলা হচ্ছে, ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু এবং ট্রাম্পের মধ্যে সম্পর্কেও টানাপোড়েন চলছে। তবে ইসরায়েলে নিযুক্ত মার্কিন দূত মাইক হুকাবে এসব গুজব উড়িয়ে দিয়েছেন।
তিনি দাবি করেন, ‘ট্রাম্প ও নেতানিয়াহুর সম্পর্ক অটুট রয়েছে। গণমাধ্যমের খবর ভিত্তিহীন।’ সূত্র: ফিন্যান্সিয়াল টাইমস ও টাইমস অব ইসরায়েল।
বিডি-প্রতিদিন/শআ