জাতীয় গণতান্ত্রিক পার্টির (জাগপা) সহসভাপতি ও দলীয় মুখপাত্র রাশেদ প্রধান বলেছেন, জুলাই আহতদের আর্তনাদ আজও শেষ হয়নি। নির্বাচন আর ক্ষমতার জন্য বিচারকে ভুলতে বসেছি। খুনি হাসিনা ও তার দোসরদের বিচার, আওয়ামী লীগ নিষিদ্ধকরণ এবং ভারতীয় আগ্রাসন রুখে দিতে হবে। ক্ষমতার লোভে জুলাইকে বিক্রি করা যাবে না। জাগপার মাসব্যাপী কর্মসূচির ৩১তম দিনে গতকাল রাজধানীর পল্টনস্থ শফিউল আলম প্রধান মিলনায়তনে জুলাই আহত যোদ্ধাদের সুস্থতা কামনায় জাগপা আয়োজিত দোয়া-মাহফিলের পূর্বে এসব কথা বলেন তিনি।
রাশেদ প্রধান বলেন, জুলাই সনদ আজকে স্বাক্ষর করে আগামীতে বাস্তবায়ন করতে বাধ্য থাকবে তার আইনগত নিশ্চয়তা প্রয়োজন। আজ স্বাক্ষর করে আগামীতে ক্ষমতায় গিয়ে অস্বীকার করলে চলবে না। জুলাই সনদে ব্যক্তি নয়, দলীয় স্বাক্ষর নিশ্চিত করতে হবে।