গণঅভ্যুত্থানের পরিপ্রেক্ষিতে গড়ে ওঠা রাজনৈতিক দল ও একটি মহল গণঅভ্যুত্থানের শহীদ এবং অংশগ্রহণকারী সবাইকে ধারণ করার কথা বললেও সচেতনভাবে শহীদ ওয়াসিম আকরামকে উপেক্ষা করছে বলে মন্তব্য করেছেন চট্টগ্রামের মেয়র বিএনপি নেতা ডা. শাহাদাত হোসেন। তিনি বলেন, শহীদ ওয়াসিম আকরাম একজন রাজনৈতিক কর্মী এবং ছাত্রদল নেতা। গণতন্ত্র পুনরুদ্ধারের সংগ্রামে তার অংশগ্রহণের ইতিহাস সুদীর্ঘ। শহীদ ওয়াসিম আকরাম নিজের রক্ত দিয়ে গণঅভ্যুত্থানের ইতিহাস লিখে গেছেন। যত দিন দেশের মানুষের মননে গণতান্ত্রিক চেতনা সমুন্নত থাকবে, শহীদ ওয়াসিম আকরাম তত দিন অমর হয়ে থাকবেন।
বৃহস্পতিবার চট্টগ্রাম প্রেসক্লাবের আবদুল খালেক মিলনায়তনে জুলাই আন্দোলনে চট্টগ্রামে প্রথম শহীদ ওয়াসিম আকরামসহ সকল শহীদদের রুহের মাগফেরাত কামনায় চট্টগ্রাম কলেজ ও মহসিন কলেজ সাবেক ছাত্রদল ফোরামের উদ্যোগে দোয়া মাহফিল ও এতিমদের মাঝে খাদ্য বিতরণ অনুষ্ঠানে এসব কথা বলেন।
তিনি বলেন, দেশনায়ক তারেক রহমান গত ১৬ বছর ধরে লন্ডন থেকে বলিষ্ঠ নেতৃত্ব দিয়েছেন। তাঁর নির্দেশেই আমরা আন্দোলন চালিয়ে যাচ্ছি। এ আন্দোলন ব্যক্তিগত স্বার্থের জন্য নয়, এটি গণতন্ত্র ও জনগণের অধিকার রক্ষার লড়াই। আমরা যদি ঐক্যবদ্ধ থাকি, ইনশাআল্লাহ আগামী নির্বাচনে বিএনপি নিরঙ্কুশ বিজয় অর্জন করবে। ষড়যন্ত্র হবে, কিন্তু আমরা জানি কীভাবে তা মোকাবিলা করতে হয়।
চট্টগ্রাম মহানগর বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য মো. কামরুল ইসলামের সভাপতিত্বে ও চট্টগ্রাম কলেজ ছাত্রদলের সাবেক আহ্বায়ক আবু বক্কর সিকদার ও মহসিন কলেজ ছাত্রদলের সাবেক আহ্বায়ক ইয়াকুব আলী সিফাতের পরিচালনায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন চট্টগ্রাম মহানগর বিএনপির যুগ্ম আহ্বায়ক এম এ আজিজ, হারুন জামান, আর ইউ চৌধুরী শাহীন, ইয়াছিন চৌধুরী লিটন, আহ্বায়ক কমিটির সদস্য খোরশেদ আলম, মামুনুল ইসলাম হুমায়ুন, শহীদ ওয়াসিমের পিতা শফিউল আলম, মহানগর ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক সামিয়াত আমিন জিসান।
বিডি-প্রতিদিন/সালাহ উদ্দীন