বরিশালে নারী নির্যাতনের ঘটনা বাড়ছে। তাই ধারাবাহিকভাবে বাড়ছে নারী নির্যাতনের মামলাও। গত মার্চ থেকে জুন পর্যন্ত বরিশাল নগরীসহ জেলার থানায় নারী নির্যাতনের ঘটনায় মামলা হয়েছে প্রায় দেড় শ। নগরীর চেয়ে গ্রামে নারী নির্যাতনের ঘটনা বেশি হচ্ছে। তবে এ সংখ্যা আরও অনেক বেশি বলে সংশ্লিষ্টরা জানিয়েছেন। তাদের মতে, অনেক ঘটনা পারিবারিক ও স্থানীয় পর্যায় সালিশ মীমাংসার মাধমে থানা পর্যন্ত পৌঁছে না। এ ছাড়াও অনেক ভুক্তভোগী থানায় মামলা করতে ব্যর্থ হয়ে আদালতে মামলা করছেন।
সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, যৌতুক ও মাদকাসক্ত স্বামীর টাকার জন্য বেশি নির্যাতনের ঘটনা ঘটছে। এ ধরনের মামলার সংখ্যাই বেশি।
এ ছাড়াও পরকীয়া প্রেম, অনৈতিক সম্পর্কে জড়ানো নিয়েও নির্যাতন করার ঘটনায় মামলা হচ্ছে। স্কুল-কলেজগামী ছাত্রীদের উত্ত্যক্তের ঘটনায় মামলা হলেও তার সংখ্য খুবই নগণ্য।
বরিশাল মহিলাবিষয়ক অধিদপ্তরের উপপরিচালক মেহেরুন নাহার মুন্নি বলেন, সারা দেশের মতো বরিশালেও নারী নির্যাতনের ঘটনা বাড়ছে। আমরা এজন্য সচেতনতামূলক কর্মকা পরিচালনা করছি। যেখানেই কোনো ঘটনা ঘটে, সেখানেই ছুটে গিয়ে সমস্যা সমাধান করাসহ সব ধরনের সহায়তা দেওয়া হচ্ছে।