দেশের প্রতি ১০ শিশুর মধ্যে প্রায় তিনজন (২৮ দশমিক ৯ শতাংশ) বহুমাত্রিক দারিদ্র্যের মধ্যে বাস করছে বলে জাতীয় বহুমাত্রিক দারিদ্র্য সূচকে উঠে এসেছে। ইউনিসেফ গতকাল এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলেছে, এ হার দারিদ্র্যের মধ্যে বসবাসকারী প্রাপ্তবয়স্কদের (২১ দশমিক ৪৪ শতাংশ) চেয়ে ‘উল্লেখযোগ্যভাবে’ বেশি। ইউনিসেফ ও ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) সহযোগিতায় এদিনই এ সূচক প্রকাশ করে সাধারণ অর্থনীতি বিভাগ (জিইডি)। মাল্টিডাইমেনশনাল পভার্টি ইনডেক্স (এমপিআই) বা জাতীয় বহুমাত্রিক দারিদ্র্য সূচকে কেবল আয় নয়; শারীরিক দুর্বলতা বা খারাপ স্বাস্থ্য, শিক্ষার সুযোগের অভাব, অপর্যাপ্ত পুষ্টি, অনিরাপদ জীবনযাপন বা থাকার ব্যবস্থা, অত্যাবশ্যকীয় সেবার অভাব-এসব বিবেচনায় নিয়ে দারিদ্র্য মূল্যায়ন করা হয়।