জয়পুরহাট সরকারি কলেজে অত্যন্ত সুষ্ঠু ও উৎসবমুখর পরিবেশে শিক্ষক পরিষদ নির্বাচন-২০২৫ অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার ভোটগ্রহণ শেষে ফলাফল ঘোষণা করা হয়।
এবারের নির্বাচনে সম্পাদক পদে রসায়ন বিভাগের সহযোগী অধ্যাপক কাজী ইমরুল কায়েস ২৯ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন।
যুগ্ম-সম্পাদক পদে দর্শন বিভাগের সহকারী অধ্যাপক এস. কে. এম. হুমায়ুন রশীদ ৩৩ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন।
কোষাধ্যক্ষ পদে ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগের সহকারী অধ্যাপক নাহিদুল ইসলাম ৩৫ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন।
এছাড়াও ক্রীড়া, সাহিত্য ও সংস্কৃতি সম্পাদক পদে বাংলা বিভাগের প্রভাষক আবু নাছের ৩৮ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন।
সদস্য পদে বিজয়ীরা হলেন : ব্যবস্থাপনা বিভাগের প্রভাষক সাব্বির হাসান (৩০ ভোট), পদার্থবিদ্যা বিভাগের প্রভাষক শাহীনুল ইসলাম (৩০ ভোট) এবং দর্শন বিভাগের প্রভাষক তাওহীদা (২৯ ভোট)।
নির্বাচনে মোট ৬১ জন ভোটারের মধ্যে ৫৯ জন তাদের ভোটাধিকার প্রয়োগ করেন।
নির্বাচন পরিচালনার দায়িত্বে ছিলেন নির্বাচন কমিশনার রিয়াজুল ইসলাম এবং প্রধান নির্বাচন কমিশনার হিসেবে দায়িত্ব পালন করেন অধ্যাপক গোলাম আজম।
নব-নির্বাচিত এই কমিটি আগামী এক বছরের জন্য জয়পুরহাট সরকারি কলেজের শিক্ষক পরিষদের দায়িত্ব পালন করবে। নতুন কমিটিকে কলেজের শিক্ষক-শিক্ষার্থী এবং কর্মচারীরা অভিনন্দন জানিয়েছেন।
বিডি প্রতিদিন/জুনাইদ