ইসরায়েলি আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা অতিক্রম করে ইয়েমেনের সশস্ত্র গোষ্ঠী হুথি পাঁচটি বিস্ফোরক-ভর্তি ড্রোন দেশটিতে প্রবেশ করিয়েছে। তিনটি পৃথক স্থানে সফলভাবে আঘাত হানার দাবি করেছে হুথি।
হুথি মুখপাত্র ব্রিগেডিয়ার জেনারেল ইয়াহিয়া সারি এক বিবৃতিতে এই তথ্য নিশ্চিত করেছেন।
বিবৃতিতে জানানো হয়, ড্রোন হামলার একটি লক্ষ্য ছিল তেল আবিবের দক্ষিণে অবস্থিত জাফা শহরের একটি সংবেদনশীল ইসরায়েলি স্থাপনা। অন্য দুটি লক্ষ্যবস্তু ছিল কেন্দ্রীয় শহর আশকেলনে অবস্থিত একটি সামরিক ঘাঁটি এবং দক্ষিণের নেগেভ মরুভূমির একটি সামরিক এলাকা।
ইয়াহিয়া সারি জানান, এই অভিযানগুলো সফল হয়েছে। তিনি আরও বলেন, যতদিন না ইসরায়েল গাজা উপত্যকায় গণহত্যামূলক যুদ্ধ এবং পূর্ণ অবরোধ চালিয়ে যাবে, ততদিন ইয়েমেনি বাহিনীর এই প্রতিরোধমূলক হামলা অব্যাহত থাকবে।
গাজায় ইসরায়েলি আগ্রাসনের বিরুদ্ধে সংহতি প্রকাশ করে হুথি ধারাবাহিকভাবে ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলা চালিয়ে আসছে। এসব হামলার অংশ হিসেবে তারা এর আগেও হাইপারসনিক ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র দিয়ে বেন গুরিয়ন আন্তর্জাতিক বিমানবন্দরসহ একাধিক গুরুত্বপূর্ণ ইসরায়েলি স্থাপনায় আঘাত হেনেছে।
সূত্র: প্রেস টিভি
বিডি প্রতিদিন/নাজমুল