কনকাকাফ অঞ্চলের লিগ কাপে জয়ে মিশন শুরু করেছেন লিওনেল মেসিরা। গতকাল তাঁর দল ইন্টার মায়ামি ২-১ গোলে হারিয়েছে অ্যাটলাসকে। ম্যাচের ৫৭ মিনিটে মেসির অ্যাসিস্টে গোল করে ইন্টার মায়ামিকে এগিয়ে দেন টেলাসকো সেগোভিয়া। ৮০ মিনিটে রিভালদো লোজানোর গোলে সমতায় ফেরে অ্যাটলাস। ম্যাচের যোগ করা সময়ে ফের গোলে অ্যাসিস্ট করেন মেসি। এবার তাঁর অ্যাসিস্টে গোল করেন মার্সেলো। লিগ কাপে ইন্টার মায়ামি গত মৌসুমে ভালো করতে পারেনি। তবে ২০২৩ সালে মেসির পারফরম্যান্সে প্রথমবারের মতো লিগ কাপ জয় করে তারা। সেবার ইতিহাসই গড়েছিল দলটি। আরও একবার এ লিগ কাপের ট্রফি জয় করার মিশনে নেমেছেন লিওনেল মেসিরা। সামনে ক্লাব ছেড়ে চলে যেতে পারেন মেসি। তার আগেই আরও কয়েকটি ট্রফি সমর্থকদের উপহার দিতে চান আর্জেন্টাইন তারকা। লিগ কাপের পাশাপাশি মেজর লিগ সকারের ট্রফিও ঘরে তুলতে চায় ইন্টার মায়ামি। ইস্টার্ন কনফারেন্সে দলটি ৪২ পয়েন্ট নিয়ে ৫ নম্বরে অবস্থান করছে। ৫০ পয়েন্ট নিয়ে শীর্ষে আছে ফিলাডেলফিয়া। তবে ইন্টার মায়ামির হাতে অতিরিক্ত তিন ম্যাচ আছে। এ তিন ম্যাচ জয় করতে পারলে শীর্ষস্থান নিশ্চিত হবে মেসিদের।