চট্টগ্রামের হাটহাজারী থানার একটি হত্যা মামলার প্রধান আসামি ভাইজান বাহিনীর প্রধান মহিউদ্দিন শিবলু বাচা (৪৫) কে গ্রেফতার করেছে র্যাব।
বাচা উপজেলার গড়দুয়ারা ইউনিয়নের ৪নং ওয়ার্ডস্থ মদন তালুকদার বাড়ির ফরিদ আহাম্মদের পুত্র। বুধবার দিবাগত রাতে নগরীর বহাদ্দারহাট থেকে তাকে গ্রেফতার করা হয় বলে জানিয়েছেন হাটহাজারী থানার উপ-পরিদর্শক নাজমুল হাসান।
গত ৮ জুন রাতে সন্দ্বীপ কলোনির ফুটবল খেলার মাঠে ভাইজান বাহিনীর ছোড়া গুলিতে গুরুতর আহত হন ওই এলাকার রাজমিস্ত্রি আবুল ফয়েজের পুত্র ছাত্রদল কর্মী মো. আরিফ। পরে বুধবার ভোর রাতের দিকে নগরীর একটি হাসপাতালে আইসিইউতে চিকিৎসাধীন অবস্থার তার মৃত্যু হয়। এ ঘটনায় তার মা শামছুন্নাহার বেগম বাদী হয়ে ভাইজন বাহিনী প্রধান মহিউদ্দিন শিবলু বাচা প্রকাশ ভাইজানকে প্রধান ও সুনির্দিষ্ট দুইজনসহ ১০ জনের বিরুদ্ধে হাটহাজারী মডেল থানায় একটি হত্যা মামলা দায়ের করেন।
বিডি-প্রতিদিন/সালাহ উদ্দীন