মিরপুর সেনানিবাসের ন্যাশনাল ডিফেন্স কলেজে সফলভাবে ক্যাপস্টোন কোর্স সমাপ্ত করেছেন জেসিএক্স ডেভেলপমেন্টস লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক (এমডি) মো. ইকবাল হোসেন চৌধুরী। বৃহস্পতিবার (৩১ জুলাই) সেনাবাহিনী প্রধান জেনারেল ওয়াকার-উজ-জামানের কাছ থেকে তিনি ক্যাপস্টোন কোর্সের সার্টিফিকেট গ্রহণ করেন। এছাড়া ব্যক্তিগতভাবে তিনি তার সঙ্গে সাক্ষাৎও করেন।
এই কোর্সে তার অভিজ্ঞতার অন্যতম উজ্জ্বল দিক ছিল বিশিষ্ট অর্থনীতিবিদ ড. দেবপ্রিয় ভট্টাচার্য, নৌপরিবহন মন্ত্রণালয়ের উপদেষ্টা এম সাখাওয়াত হোসেন, সংবিধান সংস্কার কমিশনের প্রধান অধ্যাপক আলী রিয়াজ, বাংলাদেশ ব্যাংকের গভর্নর ড. আহসান এইচ. মনসুর এবং প্রখ্যাত আইনজীবী, খ্যাতিমান বিচারবিদ, সংবিধান বিশেষজ্ঞ ও আইন অধিকারকর্মী শাহদীন মালিকের সঙ্গে সরাসরি মতবিনিময় করা।
ক্যাপস্টোন কোর্স ন্যাশনাল ডিফেন্স কলেজ পরিচালিত অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি কোর্স; যার লক্ষ্য কৌশলগত সচেতনতা বৃদ্ধি, সূক্ষ চিন্তাভাবনার বিকাশ, আন্তঃসংস্থার সহযোগিতা বৃদ্ধি করা এবং বাংলাদেশের বিভিন্ন সংস্থার নেতৃত্ব পর্যায়ে জাতীয় নিরাপত্তা ও উন্নয়ন বিষয়ক সমন্বিত ধারণা গড়ে তোলা।
কোর্সে বহুমাত্রিক অভিজ্ঞতা জাতীয় বিষয়াবলি নিয়ে তার দৃষ্টিভঙ্গিকে সমৃদ্ধ করেছে এবং বাংলাদেশের ভবিষ্যৎ গঠনে অঙ্গীকারকে আরও দৃঢ় করেছে।