ক্রিকেট, ফুটবল ও হকি দেশের বড় তিন খেলা। জনপ্রিয়তার দিক দিয়েও এগিয়ে। তিন খেলার বড় আসর হচ্ছে ঘরোয়া লিগ। আন্তর্জাতিক বা দেশের বাইরে যত খেলা থাকুক না কেন লিগের চেয়ে আকর্ষণীয় আর কিছু হতে পারে না। অথচ এখানেই বড্ড অসহায় হকি ফেডারেশন। বিসিবি ও বাফুফে নিয়মিত প্রিমিয়ার বা অন্য লিগের আয়োজন করলেও হকি নীরব হয়ে বসে আছে। বিতর্কিত বা যেভাবে হোক না প্রিমিয়ার হকি লিগ শেষ হয়েছে এক বছর আগেই। অথচ মাঠে গড়ানো তো দূরে কথা, প্রিমিয়ার লিগ নিয়ে কোনো আলোচনাই নেই। জিজ্ঞাসা করলেই ফেডারেশনের ঊর্ধ্বতন কর্মকর্তারা বলেন, ‘ক্লাবগুলো খেলতে না চাইলে আমরা কী করব।’ ক্লাবগুলো আবার বলছে, অ্যাডহক কমিটির লিগ ঘিরে আগ্রহ তো দেখছি না। কর্মসূচি ঘোষণা করুক, অবশ্যই খেলব। হকি ফেডারেশন যে ব্যাখ্যাই দিক না কেন, লিগ নিয়ে তো তারা আন্তরিক হবে। তার পর তো এগিয়ে আসবে ক্লাবগুলো। এক বছর আগে প্রিমিয়ার লিগ শেষ হয়েছে। ফেডারেশনে অ্যাডহক কমিটিও দায়িত্ব নিয়েছে অনেক দিন হয়ে গেল। এর মধ্যে তারা লিগ মাঠে গড়ানোর ব্যাপারে কোনো গুরুত্ব দিয়েছেন? যদি দিতেন তাহলে নিজেরাই মিডিয়ার কাছে বলতেন। শুধু একটা কথাই বলছেন, অর্থসংকটের কারণে ক্লাবগুলো খেলতে চাচ্ছে না। মানলাম তারা চাচ্ছে না। কিন্তু ক্লাবগুলোকে মাঠে নামানোর দায়িত্ব তো ফেডারেশনেরই। তাহলে তারা কোন যোগ্যতায় কর্মকর্তা হলেন? হকি ফেডারেশনের ব্যস্ততা শুধু অনূর্ধ্ব-২১ বিশ্বকাপ ঘিরে। প্রথমবারের মতো হকির যে কোনো বিশ্বকাপে বাংলাদেশ খেলবে। তা ঘিরে তো আলাদা নজর থাকবেই। তাই বলে কি অন্যদিকে নজর রাখা যাবে না? অর্থসংকট তো আছেই। তার পরও ক্রিকেট ও ফুটবল লিগে ক্লাবগুলো ঠিকই অংশ নিচ্ছে। দুই ফেডারেশনে কি আন্তর্জাতিক শিডিউলের ব্যস্ততা নেই। তারা যদি পারে তাহলে হকি কেন পারবে না? প্রিমিয়ার লিগ শুরুর ব্যাপারে অ্যাডহক কমিটি কি ক্লাবগুলোকে নিয়ে আলোচনায় বসেছিল? না বসলে কীভাবে বুঝল সবাই লিগ খেলতে চায় না। দু-একটা ক্লাব মুখে না বলে দিল আর তা চূড়ান্তভাবে ধরে নিল। সাংগঠনিক ক্ষমতা এত দুর্বল হলে কীভাবে ফেডারেশন চালাবে। ফেডারেশন ভালোমতোই জানে, লিগই হচ্ছে খেলোয়াড়দের আয়ের প্রধান উৎস। লিগ না হলে তারা কতটা কষ্টে থাকে তা কি কর্মকর্তারা বোঝেন না। নাকি লিগ আয়োজনের যোগ্যতা তাদের নেই। যুব বিশ্বকাপ শেষ হতে তো ডিসেম্বর লেগে যাবে। তাহলে কি অন্যসব চিন্তা বাদ। সত্যি যদি তাই হয় ধরে নেব লিগ এবার হচ্ছে না।
না, তা কেউ ভাবতে চান না। হকি ফেডারেশন লিগ নিয়ে আলোচনা করুক এবং মাঠে নামানোর ব্যবস্থা করুক, তা সবাই চায়। এ ক্ষেত্রে ব্যর্থতার পরিচয় দিলে তাহলে অ্যাডহক কমিটির আর দরকার কী?