আফঈদা খন্দকারের নেতৃত্বে সাফ বাংলাদেশ অনূর্ধ্ব-২০ বাছাই পর্বে। আগামীকাল পিটার বাটলারের শিষ্যরা ঢাকা ছাড়বেন। যাওয়ার আগে গতকাল সংবাদ সম্মেলন করেন। বাংলাদেশের গ্রুপে রয়েছে শক্তিশালী দক্ষিণ কোরিয়া, স্বাগতিক লাওস ও তুর্কমেনিস্তান। বাছাইয়ে আট গ্রুপের চ্যাম্পিয়ন ও সেরা তিন রানার্সআপ আগামী বছর থাইল্যান্ডে মূল পর্বে খেলবে। দক্ষিণ কোরিয়ার বিপক্ষে খেলা বলেই বাংলাদেশের গ্রুপ চ্যাম্পিয়ন হওয়ার সম্ভাবনা নেই বললেই চলে। চোখ থাকবে সেরা তিন রানার্সআপে। বাংলাদেশ এএফসি অনূর্ধ্ব-১৫ নারী টুর্নামেন্টে দুবার চূড়ান্ত পর্বে খেলেছে। অনূর্ধ্ব-২০ টুর্নামেন্টে কখনো চূড়ান্ত পর্বে খেলেনি। এবার কি পারবে? এ ব্যাপারে অধিনায়ক আফঈদা খন্দকার বলেছেন, ‘অতীত আমরা ভুলে যেতে চাই। আমরা এখন ভালো ফর্মে আছি। আশা করি, সে ধারাবাহিকতা ধরে রেখে ভালো কিছু করব।
কোচ বাটলার বলেন, ঢাকায় সাফ অনূর্ধ্ব-২০ খেলা ২৩ জনই লাওসে খেলবে। মেয়েদের ওপর আমার বিশ্বাস রয়েছে। ওরা সেরাটা দিয়ে চূড়ান্ত পর্বে যাওয়ার জন্য লড়বে। আমার মনে হয় এ আত্মবিশ্বাস বাংলাদেশের ফুটবলপ্রেমীদেরও রয়েছে।