ভারতের রাজধানী নয়াদিল্লির গুরগাঁও ওয়েস্টিন হোটেলের বলরুমে ভারতীয় ‘প্রভোক মিডিয়া’র উদ্যোগে গত ২৪ জুলাই অনুষ্ঠিত দক্ষিণ এশিয়ান ব্যবসায়ী-উদ্যোক্তাদের এক প্রতিযোগিতায় বাংলাদেশ ক্যাটাগরিতে ‘সাবরে’ (সুপিরিয়র অ্যাচিভমেন্ট ইন ব্র্যান্ডিং, রিপ্যুটেশন অ্যান্ড এনগেজমেন্ট) গোল্ড মেডেল জিতেছেন হিয়াম হাফিজউদ্দিন। শিকাগোভিত্তিক ‘মিস বাংলাদেশ ইউএস’র প্রতিষ্ঠাতা ও প্রেসিডেন্ট হিয়াম এ অ্যাওয়ার্ড পেয়েছেন। বিশ্বব্যাপী বাঙালি নারীদের ক্ষমতায়ন ও জীবন-যাপনে সমৃদ্ধি এনে দিতে দীর্ঘ এক দশকেরও অধিক সময় ধরে অত্যন্ত নীরবে স্বাধীন ও নিরপেক্ষতার সঙ্গে কাজ করায় এ অ্যাওয়ার্ড দেওয়া হয়েছে। হিয়ামের মতো ভারতের স্বাস্থ্য সুরক্ষায় আমনীল ফার্মাসিউটিক্যালস’ নেপালের সিওপিপি ডায়াগনসিস, শ্রীলঙ্কার শ্রীলঙ্কা এয়ারলাইনস, আন্তর্জাতিক ক্ষেত্রেও ‘আদিত্য বিড়লা গ্রুপ’ গোল্ড মেডেল গ্রহণ করেছে। মেডেল হস্তান্তর করেন প্রভোক মিডিয়ার প্রতিষ্ঠাতা ও সিইও পোল হোল্মস।
হিয়াম হাফিজউদ্দিন আন্তর্জাতিক বিভাগে আরও দুটি গোল্ড মেডেল লাভ করেন। ইনটু ইনোভেশন সাবরে পুরস্কারে নিজস্ব মাধ্যম তথা ওয়েবসাইট ও মোবাইল অ্যাপ উন্নয়ন বিভাগে স্বীকৃতি অর্জন করেছেন বাঙালি এ তরুণী। তিনি নিজেই ‘মিস বাংলাদেশ ইউএস’র অফিশিয়াল ওয়েবসাইটের ডিজাইনও নির্মাণ করেন, যেখানে সংগঠনের ১০ বছরের উত্তরাধিকার, সামাজিক প্রভাব এবং বাংলাদেশ ও দেশের বাইরে অবস্থানরত বাংলাদেশি নারীদের গল্প ও অর্জন তুলে ধরা হয়েছে।
সাবরে পুরস্কার বিশ্বব্যাপী জনসংযোগ, বিপণন এবং যোগাযোগ শিল্পের অন্যতম মর্যাদাসম্পন্ন স্বীকৃতি। হিয়াম হাফিজউদ্দিন দক্ষিণ এশিয়ার শীর্ষস্থানীয় প্রতিষ্ঠান ও সংস্থাগুলো যেমন আদানি গ্রুপ, আদিত্য বিড়লা এবং রিলায়েন্সের সঙ্গে প্রতিযোগিতা করেন; যেখানে ভারত, বাংলাদেশ, নেপাল এবং শ্রীলঙ্কা থেকে মোট ৮৫০টি সংস্থা অংশগ্রহণ করেছিল।