ঝিনাইদহের শৈলকুপা উপজেলার নিত্যানন্দপুর ইউনিয়নে ভিজিডি কার্ড বণ্টনকে কেন্দ্র করে বিশৃঙ্খলার ঘটনা ঘটেছে। গতকাল দুপুর ১২টার দিকে স্থানীয় বিএনপি নেতার নেতৃত্বে ১৫ জনকে ইউনিয়ন পরিষদের ভিতরে অবরুদ্ধ করে তালা ঝুলিয়ে দেওয়া হয়। এ সময় ইউপি সচিব হাফিজুর রহমানকে জোরপূর্বক টেনেহিঁচড়ে তুলে নিয়ে যাওয়া হয় উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয়ে। জানা গেছে, ভিজিডি কার্ড বিতরণে পক্ষপাতিত্বের অভিযোগ ওঠে। সচিব হাফিজুর রহমান স্থানীয় বিএনপি নেতা হাবিব প্রফেসর ও সাবেক এমপি ওহাবের ভাতিজা সাহেব আলীর গ্রুপকে অধিকসংখ্যক কার্ড প্রদান করেন বলে অভিযোগ। এতে ক্ষুব্ধ হয়ে নিত্যানন্দপুর ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক মহিদুল ইসলামের নেতৃত্বে ২০-২৫ জনের একটি দল পরিষদে গিয়ে তালা লাগিয়ে দেয়। ভিতরে অবরুদ্ধ অবস্থায় পড়েন গ্রাম পুলিশ, উদ্যোক্তা, ইউপি কর্মচারীসহ ১৫ জন। পরবর্তীতে খবর পেয়ে যৌথ বাহিনী অভিযান চালিয়ে দুই ঘণ্টা পর সচিব হাফিজুর রহমানকে উদ্ধার করে এবং ঘটনার সঙ্গে জড়িত সন্দেহে মহিদুল ইসলামসহ ছয়জনকে আটক করে। শৈলকুপা থানার ওসি মাসুম খান বলেন, ‘সরকারি অফিসে তালা দেওয়ার ঘটনায় ছয়জনকে আটক করা হয়েছে। তাদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়া হচ্ছে।’
শৈলকুপা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) শুভ্রা দাস বলেন, ‘ইউপি সচিবকে জোরপূর্বক নিয়ে আসা এবং পরিষদে তালা দেওয়ার বিষয়টি জানার পরই আইনগত ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। ঘটনাটি অত্যন্ত দুঃখজনক ও গুরুতর অপরাধ।’