বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও সাবেক মন্ত্রী ইকবাল হাসান মাহমুদ টুকু বলেছেন, জাতি একটি ক্রান্তিলগ্নের মধ্যে দিয়ে যাচ্ছে। এই ক্রান্তিলগ্ন উত্তরণের একমাত্র উপায় একটি শক্তিশালী গণতান্ত্রিক সরকার। নির্বাচনের মাধ্যমেই সেই গণতান্ত্রিক সরকার প্রতিষ্ঠিত হতে হবে। আর নির্বাচন যত পেছাবে ষড়যন্ত্রকারীরা তত জল ঘোলা করে দেশের চরম ক্ষতি করবে।
বৃহস্পতিবার বিকেলে জুলাই গণ-অভ্যুত্থানের বীর শহীদদের স্মরণে সিরাজগঞ্জ জেলা বিএনপি আয়োজিত সমাবেশে এসব কথা বলেন তিনি।
ইকবাল হাসান মাহমুদ টুকু আরও বলেন, কয়েকটি দল পিআর পদ্ধতিতে নির্বাচন দাবি করছে। কিন্তু জনগণ পিআর পদ্ধতি বোঝে না। বিএনপি নির্বাচনমুখী দল, আমরা নির্বাচন ও জনগণের রায়ে বিশ্বাস করি। তাই বিএনপি অতীতের মতো জনগণের ভোটেই ক্ষমতায় যেতে যায়। অযথা জাতিকে বিভ্রান্ত্র করবেন না।
সিরাজগঞ্জ শহরের জেসি রোড পাঁচরাস্তা মোড়ে জেলা বিএনপির সহ-সভাপতি মকবুল হোসেন চৌধুরীর সভাপতিত্বে আয়োজিত সমাবেশে বক্তব্য রাখেন জেলা বিএনপির সম্মেলন প্রস্তুতি কমিটির আহ্বায়ক ও রাজশাহী বিভাগীয় সহ-সাংগঠনিক সম্পাদক আমিরুল ইসলাম খান আলিম, সাধারণ সম্পাদক সাইদুর রহমান বাচ্চু, সহ-সভাপতি নাজমুল হাসান তালুকদার রানা ও জেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক আব্দুল্লাহ আল কায়েস প্রমুখ।
বিডি-প্রতিদিন/সালাহ উদ্দীন