ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী ও ছাত্রদল নেতা শাহরিয়ার আলম সাম্য হত্যাকাণ্ডের সঙ্গে জড়িত থাকার সন্দেহে মঙ্গলবার রাতে আরও তিনজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। গতকাল বিকালে বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ দপ্তরের ভারপ্রাপ্ত পরিচালক মোহাম্মদ রফিকুল ইসলামের পাঠানো এক বিজ্ঞপ্তিতে এ কথা জানানো হয়। তবে গ্রেপ্তারদের নাম-পরিচয় জানানো হয়নি।
এ ছাড়াও বিজ্ঞপ্তিতে বলা হয়, বুধবার উপাচার্য কার্যালয়ে সাম্যর বাবা ফকরুল আলম এবং সাম্যর তিন ভাই এস. এ. এম. আমিরুল ইসলাম, এস. এ. এম শরীফুল আলম ও এস. এ. এম শহিদুল আলমের সঙ্গে সাক্ষাৎ করেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. নিয়াজ আহমদ খান, কোষাধ্যক্ষ অধ্যাপক ড. এম. জাহাঙ্গীর আলম চৌধুরী ও প্রক্টর সহযোগী অধ্যাপক সাইফুদ্দীন আহমদ।