ঝিনাইদহে সম্পত্তির লোভে সুদীপ জোর্য়াদ্দার (৩৫) নামে এক যুবককে হত্যার অভিযোগ উঠেছে তার সৎ-ভাইয়ের বিরুদ্ধে। এ ঘটনার পর থেকে গাঢাকা দিয়েছেন সৎ-ভাই সীলন জোর্য়াদ্দার। সুদীপ জোর্য়াদ্দার শহরের কেপি বসু সড়কের সুনীল জোর্য়াদ্দারের ছেলে। এ নিয়ে এলাকায় চাঞ্চল্য সৃষ্টি হয়েছে। জানা যায়, শনিবার রাতে বাড়িতে রহস্যজনক মৃত্যু হয় সুদীপের। তার শরীরে আঘাতের চিহ্ন ও অসামঞ্জস্যপূর্ণ তথ্যের কারণে বিষয়টি নিয়ে সন্দেহ দেখা দেয়। প্রতিবেশীরা জানান, দীর্ঘদিন ধরে পারিবারিক সম্পত্তি নিয়ে বিরোধ চলছিল সুদীপের সঙ্গে তার সৎ-মা ও ভাইয়ের। তার ঘনিষ্ঠ বন্ধু ফাহাদ মাহমুদ বলেন, ‘কিছুদিন আগে সুদীপ বলেছিল, কেউ সম্পত্তির জন্য মেরে ফেলতে পারে।’ মামা প্রশান্ত রায় বলেন, ‘সুদীপকে পরিকল্পিতভাবে হত্যা করেছে সৎ-ভাই। আমি ভাগ্নে হত্যার বিচার চাই।’ সদর থানার ওসি আবদুল্লাহ আল মামুন জানান, ‘এ ঘটনায় থানায় অপমৃত্যুর মামলা হয়েছে। ময়নাতদন্তের রিপোর্ট পাওয়ার পর আইনি ব্যবস্থা নেওয়া হবে।’ এদিকে সুদীপ হত্যার বিচারের দাবিতে দুদিন ধরে ঝিনাইদহ শহরে মানববন্ধন ও বিক্ষোভ করেছেন তার সহপাঠীরা।