হামাসের সামরিক শাখা আল-কাসাম ব্রিগেডের মুখপাত্র আবু ওবায়দা বলেন, বেইত হানুনের অভিযান ইসরায়েলি বাহিনীকে সম্পূর্ণরূপে মাটিতে মিশিয়ে দিয়েছে। ইসরায়েলি সেনাবাহিনীর মর্যাদার ওপর এটা বড় আঘাত বলেই দাবি করেছেন তিনি।
মঙ্গলবার টেলিগ্রামে প্রকাশিত এক বিবৃতিতে আবু ওবায়দা বলেন, গাজা উপত্যকা জুড়ে উত্তর থেকে দক্ষিণে, প্রতিরোধ যোদ্ধাদের পরিচালিত এই হামলা ইসরায়েলি দখলদারদের ক্ষতিসাধন করে চলেছে।
আবু ওবায়দার ভাষায়, আমাদের যোদ্ধারা তাদের আক্রমণ শুরু করেছিল সেই ধ্বংসস্তূপ থেকে যেখানে দখলদাররা জীবনহীন বলে মনে করেছিল।
তিনি আরও বলেন, উত্তর থেকে দক্ষিণ পর্যন্ত সমগ্র গাজা উপত্যকা জুড়ে আমাদের যোদ্ধাদের যে ক্ষয়ক্ষতি হয়েছে, তাতে শত্রুদের আরও বেশি ক্ষতি হবে।
তিনি আরও সতর্ক বলেন, দখলদার বাহিনী আর সফল হবে না, ভবিষ্যতের সংঘর্ষে আরও ইসরায়েলি সেনা মারা পড়বে।
ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুকে সরাসরি সম্বোধন করে আবু ওবায়দা বলেন, গাজার ভেতরে দখলদার বাহিনী রাখার সিদ্ধান্ত ছিল সবচেয়ে বোকামি। তিনি সতর্ক করে বলেন, এই ধরনের পদক্ষেপ কেবল দখলদার বাহিনীটির ক্ষতিকে আরও গভীর করবে এবং যুদ্ধক্ষেত্রে তাদের ব্যর্থতাকে দীর্ঘায়িত করবে।
বিডি প্রতিদিন/নাজমুল