পাঁচ সংস্কার কমিশনের মেয়াদ ৩০ এপ্রিল পর্যন্ত বাড়িয়েছে সরকার। গতকাল মন্ত্রিপরিষদ বিভাগ থেকে এ ব্যাপারে প্রজ্ঞাপন জারি করা হয়েছে। প্রজ্ঞাপনে নারীবিষয়ক সংস্কার কমিশন, শ্রম সংস্কার কমিশন, স্থানীয় সরকার সংস্কার কমিশন, গণমাধ্যম সংস্কার কমিশন ও স্বাস্থ্য সংস্কার কমিশনের মেয়াদ ৩০ এপ্রিল পর্যন্ত বাড়ানো হয়। এর আগের প্রজ্ঞাপন অনুসারে এ কমিশনগুলোর ৩১ মার্চের মধ্যে প্রতিবেদন জমা দেওয়ার কথা ছিল। নতুন করে তারা আরও এক মাস সময় পাচ্ছে।
প্রজ্ঞাপনে বলা হয়েছে, কমিশনগুলোর কাজ সুসম্পন্ন করার স্বার্থে ৩০ এপ্রিল পর্যন্ত বাড়তি সময় দেওয়া হলো। গত বছরের ১৮ নভেম্বর এ পাঁচ সংস্কার কমিশন গঠন করা হয়।
নারীবিষয়ক সংস্কার কমিশনের প্রধান করা হয় শিরীন পারভীন হককে। শ্রম অধিকারবিষয়ক সংস্কার কমিশনের প্রধান করা হয় সৈয়দ সুলতান উদ্দিন আহমেদকে। স্থানীয় সরকার সংস্কার কমিশনের নেতৃত্বে রয়েছেন অধ্যাপক তোফায়েল আহমেদ। গণমাধ্যম সংস্কার কমিশনের নেতৃত্বে রয়েছেন সাংবাদিক কামাল আহমেদ। জাতীয় অধ্যাপক এ কে আজাদ খান স্বাস্থ্যবিষয়ক সংস্কার কমিশনের প্রধান।