রাজশাহীতে চতুর্থ শ্রেণির ছাত্রীকে ধর্ষণের অভিযোগে সামায়ন কবির জয় (১৭) নামের একজনকে গ্রেপ্তর করেছে র্যাব। গতকাল সকাল সাড়ে ৯টার দিকে মহানগরীর রাজপাড়া থানার কোর্টমোড় এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়। জয়ের বাড়ি বাঘা উপজেলার চকছাতারী গ্রামে। র্যাব জানায়, স্থানীয় একটি প্রাথমিক বিদ্যালয়ের চতুর্থ শ্রেণিতে লেখাপড়া করে ভিকটিম শিশুটি। প্রতিবেশী জয় তাকে ১০০ টাকার প্রলোভন দিয়ে ধর্ষণ করে। পরে ভিকটিম চিৎকার করলে জয় দ্রুত পালিয়ে যায়। এ ঘটনায় ভিকটিমের বাবা বাদী হয়ে বাঘা থানায় মামলা করেন। ওই মামলার একমাত্র অভিযুক্ত জয়কে অভিযান চালিয়ে গ্রেপ্তার করে র্যাব।