জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ অর্জনের অভিযোগে ঢাকা কেন্দ্রীয় কর জরিপ অঞ্চলের কর কমিশনার গণেশ চন্দ্র মণ্ডল ও তার স্ত্রী ডা. সবিতা মল্লিকের বিরুদ্ধে মামলা করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। গতকাল দুদকের খুলনা সমন্বিত জেলা কার্যালয়ে এ মামলা হয়। তারা নগরীর খানজাহান আলী রোডের হাজি হানিফ কমপ্লেক্সের বাসিন্দা। মামলার এজাহারে উল্লেখ করা হয়, গণেশ চন্দ্র ম ল ও তার স্ত্রী ডা. সবিতা মল্লিক পরস্পরে যোগসাজশে জ্ঞাত আয়ে উৎসের সঙ্গে অসঙ্গতিপূর্ণ ৩ কোটি ২৩৩ লাখ ৪৮ হাজার ১৭০ টাকা টাকার সম্পদ অর্জন ও ভোগ দখলে রেখেছেন।