রাজধানীর শাহবাগ মোড়ে ট্রাফিক নিয়ন্ত্রণের দায়িত্বে থাকা মেহেদী হাসান নামে এক শিক্ষার্থী বাসের ধাক্কায় আহত হয়েছেন। গতকাল সকাল সোয়া ১০টায় এ ঘটনায় আহত ওই শিক্ষার্থীকে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে ভর্তি করা হয়।
জানা গেছে, ধানমন্ডি নিউ মডেল বিশ্ববিদ্যালয় কলেজের ডিগ্রি দ্বিতীয় বর্ষের শিক্ষার্থী মেহেদীর ডান পায়ের দুটি হাড় ভেঙে গেছে। শাহবাগ মোড়ে দায়িত্ব পালন করছিলেন তিনি। এ সময় মিরপুরগামী দুটি বাস পাল্টাপাল্টি করতে থাকলে মেহেদী গাড়ি দুটিকে স্বাভাবিকভাবে চলার কথা বলেন। এ সময় বিকল্প পরিবহনের একটি বাস তাকে ধাক্কা দিয়ে চলে যায়। পরে বাসটিকে জব্দ এবং চালক সোহেলকে আটক করা হয়েছে।