গণসংহতি আন্দোলনের প্রধান সমন্বয়কারী জোনায়েদ সাকি বলেছেন, জনগণের সম্মতি ছাড়া সংস্কার সম্ভব হবে না। কাজেই সংস্কার এবং নির্বাচন একসঙ্গে এগিয়ে নিয়ে যেতে হবে। সেজন্য ঈদের পর দেশের জনগণ নির্বাচনের জন্য সুস্পষ্ট রোডম্যাপ চায়। তিনি বলেন, আমরা সংস্কারও চাই, নির্বাচনও চাই। গতকাল সন্ধ্যায় ময়মনসিংহ নগরীর সি কে ঘোষ রোডের একটি রেস্টুরেন্টে জেলা গণসংহতি আন্দোলন আয়োজিত ইফতার ও দোয়া মাহফিলপূর্ব আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
জোনায়েদ সাকি আরও বলেন, আমরা দেখছি সেনাবাহিনীকে মুখোমুখি দাঁড় করানো হচ্ছে। এ অস্থিরতার উদ্দেশ্য কী। আমরা সব পক্ষকে আহ্বান জানাই, যে গণতান্ত্রিক প্রক্রিয়া চলছে সেটি যেন গণতান্ত্রিকভাবেই এগিয়ে যায়। এমন কোনো ভূমিকা নেওয়া ঠিক হবে না, যাতে গণতান্ত্রিক প্রক্রিয়া বাধাগ্রস্ত হয়। কেউ কারও ওপর কিছু চাপিয়ে দেওয়ার সুযোগ নেই। আমরা ফ্যাসিস্ট ব্যবস্থার বদলে গণতান্ত্রিক ব্যবস্থা প্রতিষ্ঠা করতে চাই। এটা জাতীয় ঐক্যের মাধ্যমে করতে হবে। নইলে ঘরের ভিতরের শত্রুরা সুযোগ পাবে।
সভায় গণসংহতি আন্দোলন ময়মনসিংহের আহ্বায়ক মোস্তাফিজুর রহমানের সভাপতিত্বে এবং সদস্যসচিব এ আর এম মুসাদ্দিক আসিফের সঞ্চালনায় আরও বক্তব্য রাখেন নির্বাহী সমন্বয়কারী আবুল হোসেন, ময়মনসিংহ দক্ষিণ জেলা বিএনপির সদস্যসচিব রোকনুজ্জামান সরকার রোকন, কৃষক মজুর সংহতি কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক শামসুল আলম, নারী নেত্রী রাহাত জাহান, জেলা নাগরিক ঐক্যের সদস্যসচিব হাতেম রানা, মহানগর সুজনের সম্পাদক আলী ইউসুফ, ব্রহ্মপুত্র সুরক্ষা আন্দোলনের সমন্বয়ক আবুল কালাম আজাদ প্রমুখ।