কক্সবাজারের টেকনাফে ট্রলারডুবির ঘটনায় নিখোঁজের ৩০ ঘণ্টা পর সাগর থেকে ভাসমান অবস্থায় বিজিবি সদস্য মোহাম্মদ বিল্লালের (২৮) লাশ উদ্ধার করা হয়েছে। গতকাল দুপুর সোয়া ১২টায় টেকনাফ উপজেলার সাবরাং ইউনিয়নের শাহপরীরদ্বীপ পশ্চিম পাড়া সৈকত পয়েন্ট দিয়ে উদ্ধার করা হয়। বিষয়টি নিশ্চিত করে টেকনাফ উপজেলা নির্বাহী কর্মকর্তা শেখ এহসান উদ্দীন জানান, লাশ উদ্ধার করে মর্গে প্রেরণ করা হয়েছে। এর আগে শনিবার সন্ধ্যায় টেকনাফে নাফ নদের দমদমিয়া এলাকা থেকে এক শিশুসহ চার রোহিঙ্গার মৃতদেহ উদ্ধার হয়। এ নিয়ে ট্রলারডুবির ঘটনায় পাঁচজনের লাশ উদ্ধার হলো।
স্থানীয় ইউপি সদস্য আবদুল মান্নান জানান, শুক্রবার মধ্যরাতে নাফ নদের শাহপরীরদ্বীপ এলাকায় রোহিঙ্গা বোঝাই ট্রলারডুবে যায়। এ ঘটনার পর থেকে বিজিবির এক সদস্যসহ নিখোঁজদের সন্ধানে বিজিবি ও কোস্টগার্ড সদস্যদের পাশাপাশি স্থানীয় জেলেরাও উদ্ধার তৎপরতা চালায়। গতকাল শাহপরীরদ্বীপ পশ্চিম পাড়া সৈকত থেকে সাগরে একটি লাশ ভাসতে দেখা যায়। পরে কোস্টগার্ড ও বিজিবি সদস্যরা লাশটি উদ্ধার করে বিল্লালের লাশ হিসেবে শনাক্ত করে। বিজিবি সদস্য বিল্লালের গ্রামের বাড়ি কুমিল্লার মুরাদনগর উপজেলার ১৯ নম্বর দারোরা ইউনিয়নের ৫ নম্বর ওযার্ডের কাজিয়াতল পশ্চিম পাড়ায়। ২০১৭ সালে বিয়ে করা বিল্লালের ছয় বছর ও এক বছর বয়সি দুটি কন্যা সন্তান রয়েছে।