ছাত্র-জনতা অভ্যুত্থানের সাত মাস পরও বিচারকাজ উল্লেখযোগ্য মাত্রায় এগোয়নি, ফলে মানুষের মধ্যে হতাশা তৈরি হয়েছে বলে মন্তব্য করেছেন গণসংহতি আন্দোলনের কেন্দ্রীয় প্রধান সমন্বয়ক জোনায়েদ সাকি। তিনি বলেন, এই হতাশার প্রতিফলন প্রতিনিয়ত বিভিন্ন গণমাধ্যমে দেখা যাচ্ছে। আওয়ামী লীগের নেতাদের নির্দেশে যে হত্যাযজ্ঞ চালানো হয়েছে, তার বিচার দ্রুত সম্পন্ন করতে হবে। একই সঙ্গে, দল হিসেবে আওয়ামী লীগেরও বিচার করতে হবে, জুলাই-আগস্ট ২০২৪-এর অভ্যুত্থানে নির্বিচার হত্যাযজ্ঞ চালানোর জন্য। গতকাল বিকালে পাবনা পুলিশ লাইনসসংলগ্ন একটি রেস্টুরেন্টে গণসংহতি আন্দোলনের জেলা শাখার উদ্যোগে নতুন রাজনৈতিক বন্দোবস্ত ও এর রূপরেখা’ শীর্ষক আলোচনা সভা ও ইফতার মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি।
গণসংহতি আন্দোলনের পাবনা জেলা শাখার আহ্বায়ক জুলহাস নাইন বাবুর সভাপতিত্বে এবং জেলা সম্পাদক শেখ আজহারুল ইসলাম আজহারের সঞ্চালনায় এ আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে উপস্থিত ছিলেন গণসংহতি আন্দোলনের নির্বাহী সমন্বয়কারী আবুল হাসান রুবেল, জাতীয়তাবাদী আইনজীবী সমিতির পাবনা জেলা সভাপতি ও পাবনা বারের জিপি আরশেদ আলম, ক্যাপ্টেন (অব.) ডা. সারোয়ার জাহান ফয়েজ, কবি ও কথাসাহিত্যিক হাসনাত, বিশিষ্ট সমাজসেবক আইমান জান চৌধুরী, বেড়া উপজেলা গণসংহতি আন্দোলনের আহ্বায়ক আবদুল আলীম, পাবনা জেলার যুগ্ম সম্পাদক কামরুল হাসান লিটন এবং সাথিয়া উপজেলার আহ্বায়ক মুরাদ হোসেনসহ স্থানীয় অন্যান্য নেতারা।