রাজধানীর ধানমন্ডি এলাকায় মিছিল করে ত্রাস সৃষ্টি ও পুলিশের ওপর হামলার ঘটনায় সন্ত্রাসবিরোধী আইনের মামলায় নিষিদ্ধ সংগঠন হিযবুত তাহরীরের সাত সদস্যের চার দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। শনিবার (২২ মার্চ) ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রট এম এ আজহারুল ইসলাম শুনানি শেষে এ আদেশ দেন। রিমান্ডে যাওয়া আসামিরা হলেন- মো. আরাফ ইব্রাহীম, মো. জুবায়ের, নিশান, সাকিব হাসান, জাবেদ, আবরার ও মাহফুজুল হাসান।
মামলা সূত্রে জানা গেছে, গত ২১ মার্চ দুপুর ২টা ১৫ মিনিটে রাজধানীর ধানমন্ডির বায়তুল আমান জামে মসজিদের সামনের রাস্তায় গ্রেপ্তারকৃত আসামিরাসহ অজ্ঞাতনামা আরও প্রায় ১৪০-১৫০ জন নিষিদ্ধ ঘোষিত সংগঠন হিযবুত তাহরীরের মিছিল বের করে। এ সময় পুলিশের বাধা উপেক্ষা করে তারা মিরপুর রোড হয়ে মিছিল নিয়ে ধানমন্ডি ক্লাব মাঠের দিকে অগ্রসর হয়। মিছিলকারীদের ছত্রভঙ্গের চেষ্টা করলে তারা অতর্কিতভাবে পুলিশের ওপর হামলা করে।