লালমনিরহাটের পাটগ্রাম উপজেলার দহগ্রাম সীমান্তে দিয়ে পাঁচ বাংলাদেশিকে ফেরত দিয়েছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)। গতকাল দুপুরে পানবাড়ী ক্যাম্পের কমান্ডার সুবেদার আইয়ুব আলী বাংলাদেশি ফেরতের বিষয়টি নিশ্চিত করেছেন। এর আগে শুক্রবার (২১ মার্চ) রাতে ৫১ বিজিবি রংপুর ব্যাটালিয়নের পানবাড়ী বিওপির তিনবিঘা করিডর শূন্য লাইনে বিএসএফ ও বিজিবি কোম্পানি কমান্ডার পর্যায়ে পতাকা বৈঠক হয়। পাঁচ বাংলাদেশি নাগরিককে বিজিবির কাছে হস্তান্তর করা হয়।
তারা হলেন- ফরিদ ইসলামের সন্তান ফেরদৌস ফরহাদ রশনি (২৬) (তৃতীয় লিঙ্গ), সারওয়ার নুরজাহান (২৮) (তৃতীয় লিঙ্গ), হামিদুল ইসলাম রিয়া মনি (২৭) (তৃতীয় লিঙ্গ)। তারা সকলেই ঢাকার মিরপুর এলাকার বাসিন্দা। অপর দুজন হলেন, আহমাদ আলীর ছেলে আদম আলী (৫২), আদম আলীর স্ত্রী আমিনা বিবি (৪২) তারা কুড়িগ্রাম জেলার ফুলবাড়ী এলাকার বাসিন্দা।