দেশের বিভিন্ন ক্রান্তিকালে ক্রাইম রিপোর্টাররা গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছেন। তাঁরা বড় বড় অপরাধের প্রতিবেদন প্রকাশ করে জাতিকে জানিয়েছেন এবং সচেতন করেছেন। বিষয়গুলো জানিয়ে সরকারকে জবাবদিহির মুখোমুখি করেছেন। গতকাল সন্ধ্যায় সেগুনবাগিচায় বাংলাদেশ ক্রাইম রিপোর্টার্স অ্যাসোসিয়েশন (ক্র্যাব) আয়োজিত ইফতার মাহফিলে বক্তারা এসব কথা বলেন। ইফতার মাহফিলে সভাপতিত্ব করেন ক্র্যাব সভাপতি মির্জা মেহেদী তমাল। শুভেচ্ছা বক্তব্য দেন ক্র্যাব সাধারণ সম্পাদক এম এম বাদশাহ্। এনজেড টেক্স গ্রুপ-ক্র্যাব ইফতার মাহফিলে বক্তব্য দেন বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টাম লীর সদস্য মোয়াজ্জেম হোসেন আলাল, গণঅধিকার পরিষদের সভাপতি নুরুল হক নুর, জাতীয় নাগরিক পার্টির যুগ্ম আহ্বায়ক আরিফুল ইসলাম আদিব, জামায়াতে ইসলামীর ঢাকা মহানগরী দক্ষিণের সাধারণ সম্পাদক ড. শফিকুল ইসলাম মাসুদ, এবি পার্টির মহাসচিব ব্যারিস্টার আসাদুজ্জামান ফুয়াদ। উপস্থিত ছিলেন ডিএমপি কমিশনার শেখ মো. সাজ্জাত আলী, জাতীয় প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক আইয়ুব ভূইয়া প্রমুখ।
ঢাকা রিপোর্টার্স ইউনিটি (ডিআরইউ)-এর সভাপতি আবু সালেহ আকন, ঢাকা সাংবাদিক ইউনিয়ন (ডিইউজে)-এর সভাপতি শহিদুল ইসলাম, ভারতীয় হাইকমিশনের ফার্স্ট সেক্রেটারি (রাজনৈতিক, গণমাধ্যম ও তথ্য) গোকুল ভি. কে, পুলিশ সদর দপ্তরের এআইজি (মিডিয়া) ইনামুল হক সাগর, র্যাবের আইন ও গণমাধ্যম শাখার পরিচালক লে. কর্নেল আশিকুর রহমান, পুলিশ সদর দপ্তরের তথ্য অফিসার এ কে এম কামরুল আহছান, বিজিবির জনসংযোগ কর্মকর্তা মো. শরীফুল ইসলাম, ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের ডিসি মুহাম্মদ তালেবুর রহমান প্রমুখ।
অনুষ্ঠানে ক্র্যাবের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।