চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ইয়াকুব আলী বাবুল নামে এক ফাঁসির আসামির মৃত্যু হয়েছে। কারা কর্তৃপক্ষ জানিয়েছে, ওই কয়েদি মৃত্যুদন্ডপ্রাপ্ত আসামি ছিলেন। বৃহস্পতিবার রাতে তার মৃত্যু হয়েছে। ইয়াকুব আলী বাবুল চট্টগ্রামের ফটিকছড়ির শাহনগর এলাকার বাসিন্দা। তিনি চট্টগ্রাম কেন্দ্রীয় কারাগারে বন্দি ছিলেন। চট্টগ্রাম কেন্দ্রীয় কারাগারের জেলার মাসুদ হাসান জুয়েল জানান, বাবুল একটি খুনের মামলায় ফাঁসির দন্ডপ্রাপ্ত আসামি হিসেবে কারাগারে বন্দি ছিলেন। তিনি অসুস্থ থাকায় বেশ কিছুদিন ধরেই হাসপাতালে চিকিৎসা নিতে যেতেন। রবিবার বাবুলের পেটে ব্যথা উঠলে তাকে চিকিৎসার জন্য হাসপাতালে ভর্তি করা হয়। বৃহস্পতিবার চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।