মিউচুয়াল ফান্ডের দর বৃদ্ধিতে লেনদেনের পরিমাণ বেড়েছে শেয়ারবাজারে। গতকাল ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) অন্যান্য খাতের বেশির ভাগ কোম্পানির দর কমার কারণে সূচক কমেছে। অন্যদিকে চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জেও (সিএসই) দাম কমেছে বেশি সংখ্যক প্রতিষ্ঠানের শেয়ারের। এতে মূল্যসূচকের পতন হয়েছে। তবে ডিএসইর মতো সিএসইতেও লেনদেনের পরিমাণ বেড়েছে।
ডিএসইতে আগের দিনের ধারাবাহিকতায় দাম বেড়েছে বেশির ভাগ মিউচুয়াল ফান্ডের। ২৪টি মিউচুয়াল ফান্ডের দাম বৃদ্ধির বিপরীতে দাম কমেছে ৪টির এবং ৮টির দাম অপরিবর্তিত রয়েছে। দিনের লেনদেন শেষে ডিএসইতে সব খাত মিলে ১৫০টি কোম্পানির শেয়ারের দাম বেড়েছে। বিপরীতে দাম কমেছে ১৮৬টির। আর ৫৯টির দাম অপরিবর্তিত রয়েছে। ফলে ডিএসইর প্রধান মূল্যসূচক ডিএসইএক্স আগের দিনের তুলনায় ২ পয়েন্ট কমে ৫ হাজার ২০৭ পয়েন্টে দাঁড়িয়েছে। সবকটি মূল্যসূচক কমলেও ডিএসইতে লেনদেনের পরিমাণ বেড়েছে। দিনভর বাজারটিতে লেনদেন হয়েছে ৪৮২ কোটি ৫১ লাখ টাকা। আগের কার্যদিবসে লেনদেন হয় ৪৫১ কোটি ১৮ লাখ টাকা। সে হিসেবে আগের কার্যদিবসের তুলনায় লেনদেন কমেছে ৩১ কোটি ৩৩ লাখ টাকা।
লেনদেনের শীর্ষে ছিল শাইনপুকুর সিরামিকের শেয়ার। টাকার অঙ্কে কোম্পানিটির ১৩ কোটি ৩৬ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে। দ্বিতীয় স্থানে থাকা ইন্ট্রাকো রি-ফুয়েলিং স্টেশনের শেয়ার লেনদেন হয়েছে ১৩ কোটি ১২ লাখ টাকার। ১২ কোটি ৯৪ লাখ টাকার শেয়ার লেনদেনের মাধ্যমে তৃতীয় স্থানে রয়েছে উত্তরা ব্যাংক। সিএসইর সার্বিক মূল্যসূচক সিএএসপিআই কমেছে ১ পয়েন্ট। বাজারটিতে লেনদেনে অংশ নেওয়া ১৯৩ প্রতিষ্ঠানের মধ্যে ৮৬টির দাম বেড়েছে। বিপরীতে দাম কমেছে ৭৯টির এবং ২৮টির দাম অপরিবর্তিত রয়েছে। লেনদেন হয়েছে ৬ কোটি ৯৪ লাখ টাকা। আগের কার্যদিবসে লেনদেন হয় ৩ কোটি ৮৩ লাখ টাকা।