মৎস্য ও প্রাণিসম্পদ উপদেষ্টা ফরিদা আখতার বলেছেন, বাংলাদেশের প্রেক্ষাপটে মোবাইল ভেটেরিনারি ক্লিনিক (এমভিসি) একটি বড় অর্জন। তবে এর সঠিক ব্যবহার নিশ্চিত করতে হবে। গ্রামীণ দরিদ্র জনগোষ্ঠীর দোরগোড়ায় এমভিসির সেবা পৌঁছে দিতে হবে। গতকাল বিকালে মহাখালীর প্রাণিসম্পদ গবেষণা কেন্দ্র (এলআরআই) প্রাঙ্গণে ১১৫টি উপজেলা প্রাণিসম্পদ দপ্তরে মোবাইল ভেটেরিনারি ক্লিনিক (এমভিসি) বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। প্রাণিসম্পদ অধিদপ্তরের মহাপরিচালক ড. মো. আবু সুফিয়ানের সভাপতিত্বে ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।