রাজধানীর ক্যান্টনমেন্ট রেলওয়ে স্টেশনসংলগ্ন ফুটপাত থেকে কার্টনের ভিতর কাপড়ে মোড়ানো অবস্থায় এক নবজাতকের লাশ উদ্ধার করেছে পুলিশ। মঙ্গলবার রাতে লাশটি উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের জরুরি বিভাগে নেওয়া হয়। ক্যান্টনমেন্ট থানার এসআই মোহাম্মদ বুলবুল হোসেন গতকাল বলেন, ইফতারের পর আমরা খবর পেয়ে ঘটনাস্থলে যাই। সেখানে কার্টনের ভিতর কাপড় দিয়ে মোড়ানো অবস্থায় ওই নবজাতককে দেখতে পাই। পরে রাতেই তাকে উদ্ধার করে ঢামেকে নিলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। ওই নবজাতকটি ছেলেশিশু। বয়স আনুমানিক এক দিন।
কে বা কারা সবার অজান্তে ওই জায়গায় ফেলে রেখে গেছে। আমরা বিস্তারিত জানার চেষ্টা করছি। সিসিটিভি ফুটেজ দেখে শনাক্তের চেষ্টা চলছে।