আট বছর আগে প্রাবন্ধিক, কলামিস্ট ও কবি ফরহাদ মাজহারকে অপহরণ করে চাঁদা দাবির ঘটনায় করা মামলাটি পুনরায় তদন্তের নির্দেশ দিয়েছেন আদালত। ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মো. মিনহাজুর রহমান মঙ্গলবার এ আদেশ দেন। গতকাল আদালতের আদাবর থানার সাধারণ নিবন্ধন শাখার উপপরিদর্শক মিজান এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি জানান, মামলাটি পুনরায় তদন্ত করে আগামী ২৭ এপ্রিলের মধ্যে তদন্ত প্রতিবেদন দাখিলের জন্য নির্দেশ দেওয়া হয়েছে।
মামলা সূত্রে জানা যায়, ২০১৭ সালের ৩ জুলাই ভোরে রাজধানীর শ্যামলীর রিং রোডের ১ নম্বর হক গার্ডেনের বাসা থেকে বের হওয়ার পর নিখোঁজ হন ফরহাদ মাজহার। পরে স্ত্রীকে নিজের মোবাইল ফোনে জানান, কে বা কারা তাকে ধরে নিয়ে যাচ্ছে। তাকে মেরেও ফেলা হতে পারে। সন্ধ্যা পর্যন্ত ছয়বার কল করে ৩৫ লাখ টাকা মুক্তিপণ দাবি করা হয়। নিখোঁজ হওয়ার সংবাদ ছড়িয়ে পড়লে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী তাৎক্ষণিক উদ্যোগ নিয়ে মোবাইল ট্র্যাকিং করে তার অবস্থান সম্পর্কে নিশ্চিত হয়। নিখোঁজের ১৯ ঘণ্টা পর যশোরের অভয়নগরে হানিফ পরিবহনের একটি বাস থেকে তাকে উদ্ধার করা হয়। ফরহাদ মাজহারের নিখোঁজের ঘটনায় ওইদিন রাতেই তার স্ত্রী ফরিদা আখতার (বর্তমান অন্তর্বর্তী সরকারের মৎস্য ও প্রাণিসম্পদ উপদেষ্টা) বাদী হয়ে আদাবর থানায় একটি অপহরণ মামলা করেন।