সিলেটে মানসিক ভারসাম্যহীন এক নারীকে রাবার বাগানে নিয়ে ধর্ষণের অভিযোগ উঠেছে। এ ঘটনায় দুজনকে আটক করেছে পুলিশ। গতকাল আটক দুজনকে কারাগারে প্রেরণ করা হয়েছে। অসুস্থ অবস্থায় ওই নারীকে ভর্তি করা হয়েছে হাসপাতালে।
মঙ্গলবার সিলেট শহরতলির খাদিমনগর ইউনিয়নের ছড়াগাঙ রাবার বাগান এলাকায় এ ঘটনা ঘটে।
আটকরা হলেন- সিলেট মহানগরীর শাহপরাণ থানাধীন দলইপাড়া গ্রামের আনোয়ার হোসেনের ছেলে রাকিব মিয়া ও একই থানার মোকামেরগুল পীরেরবাজার এলাকার হাসেম মিয়ার ছেলে আবদুর রহিম।