পুলিশের অভিযানে বাড়ির ছাদ থেকে লাফিয়ে পালানোর চেষ্টা করেন খুলনা সিটি করপোরেশনের ৭ নম্বর ওয়ার্ডের সাবেক কাউন্সিলর ও ওয়ার্ড আওয়ামী লীগ নেতা শেখ খালিদ আহমেদ। কিন্তু ছাদ থেকে নিচে পড়ে তার ডান পা ভেঙে যায়। ওই অবস্থায় তাকে গ্রেপ্তার করে মেডিকেল কলেজ হাসপাতালে প্রিজন সেলে ভর্তি করা হয়।
মঙ্গলবার সন্ধ্যায় নগরীর খালিশপুর থানার পদ্মা অয়েল রোডে খালিদের বাড়িতে অভিযান চালালে এ ঘটনা ঘটে। গতকাল তাকে খুলনা সদর ও আড়ংঘাটা থানায় দুটি সহিংসতা মামলায় গ্রেপ্তার দেখানো হয়।
খালিশপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. রফিকুল ইসলাম জানান, তার বিরুদ্ধে বিএনপি অফিস ভাঙচুর ও নেতা-কর্মীদের মারধরের অভিযোগে খালিশপুর থানায় তিনটি এবং খুলনা সদর ও আড়ংঘাটা থানায় আরও দুটি মামলা রয়েছে।