আসন্ন ঈদুল ফিতর উপলক্ষে রাজধানীর বসুন্ধরা সিটি শপিং কমপ্লেক্সে জমে উঠেছে কেনাকাটা। পছন্দের পোশাক কিনতে ভিড় করছেন ক্রেতারা। সারা বছর কেনাকাটায় রাজধানীবাসীর আগ্রহের কেন্দ্রে থাকে পান্থপথের বসুন্ধরা শপিং মল। আর ঈদের কেনাকাটায় সবসময়ই শীর্ষে থাকে দেশের অন্যতম এই শপিং মলটি।
এবার এই শপিং মলে রোজার শুরু থেকেই ক্রেতার ব্যাপক সমাগম চোখে পড়ে। গতকালও ভিড় ছিল চোখে পড়ার মতো। ইজি ফ্যাশনের ভিতরেও একই দৃশ্য দেখা যায়। ম্যানেজার পারভেজ হোসেন বলেন, ঈদ যত ঘনিয়ে আসবে, এই ভিড় তত বাড়তে থাকবে। ক্রেতাদের বিষয়টা মাথায় রেখেই আমরা এবারও নিত্যনতুন ডিজাইনের পোশাক নিয়ে এসেছি। তিনি বলেন, আমাদের কোনো পণ্যের দাম বাড়েনি। এজন্য ক্রেতারাও আমাদের পণ্য কিনে খুশি। বসুন্ধরা সিটি শপিং মলে রমজানের মাঝামাঝিতে ভিড় আরও বাড়বে বলে জানান চোখ ফ্যাশন হাউসের বিক্রেতা নিপা রহমান। তিনি বলেন, এবার ভালো বিক্রি হচ্ছে শুরু থেকেই। ভিড় বাড়ছে প্রতিদিন। ঈদ যতই ঘনিয়ে আসতে থাকবে এই ভিড় ততই বাড়বে। কেনাকাটা করতে আসা সুজন কর্মকার বললেন, আমি ভিন্নধর্মাবলম্বী হলেও ঈদের সময় কেনাকাটা করতে অনেক পছন্দ করি।
আমার অনেক মুসলমান বন্ধু রয়েছে। তাদের জন্য ঈদের পোশাক কিনি। নিচতলায় ইয়েলোর শোরুমে দেখা গেল বেশ ভিড়। নতুন আসা পোশাক দেখছেন ক্রেতারা। ক্রেতা রুবেল আহমেদ এসেছেন মগবাজার থেকে। তিনি বলেন, আমি সবসময় পাঞ্জাবি ইয়েলো থেকেই নিয়ে থাকি। আমার কাছে ঈদের পাঞ্জাবি মানেই ইয়েলো। আর ঈদের শপিং মানেই বসুন্ধরা সিটি।
বসুন্ধরার দ্বিতীয় ও তৃতীয় তলায় রয়েছে ইজি ফ্যাশন, আর্টিসান, টুয়েলভ, জেন্টল পার্ক, ইনফিনিটি, রিচম্যান, লুবনান, দর্জিবাড়ি, ইল্লিয়্যিন, ক্যাটস আই, এমব্রেলা, ফিট এলিগ্যান্স, রাইজ, র’নেশন, প্লাস পয়েন্ট প্রভৃতি ফ্যাশন ব্র্যান্ডের একাধিক শোরুম। সবগুলোতেই ক্রেতা-দর্শনার্থীর ভিড় ছিল চোখে পড়ার মতো।
কিডসার্সের ম্যানেজার বলেন, আমাদের হাউস বেবি প্রোডাক্টের জন্য সুপরিচিত। আমি মনে করি বাচ্চারা যা পড়ে তাতেই তাকে সুন্দর লাগে। তারপরও তাদের পছন্দ অনুযায়ী পোশাক আমরা নিয়ে এসেছি। শার্ট সেট, গেঞ্জি সেট, পাঞ্জাবি, লেহেঙ্গা, শারারা, ঘারারা ইত্যাদি রয়েছে। তবে দাম এবার একটু বেশি ছোটদের পোশাকে। ভারত এবং চীন থেকে আমদানি করতে একটু কষ্ট হচ্ছে। আবার ডলারের দামও একটু বেশি। ফলে এর প্রভাব পড়েছে স্বাভাবিক।
বসুন্ধরা সিটি শপিং মলের শাড়ির দোকানগুলোতেও ক্রেতাদের ভিড় দেখা গেছে। এখানে রয়েছে জ্যোতি, জামদানি হাউস, নীল আঁচল শাড়িজ, কালাঞ্জলি শাড়িজ, ঢাকা জামদানি কুটির, শাড়িবাজার, শালিমার, অর্চিসহ অনেক অভিজাত শাড়ির দোকান।