রাঙামাটির সাংবাদিক মো. জামাল উদ্দীনের ১৭তম শাহাদাতবার্ষিকী পালিত হয়েছে। গতকাল রাঙামাটি বনরূপা কবরস্থানে জামাল উদ্দীনের আত্মার মাগফিরাত কামনায় কবর জিয়ারত, বিশেষ দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়। এ ছাড়া রাঙামাটির বিভিন্ন এতিমখানায় দোয়া-মিলাদ ও খাবারের আয়োজন করে তাঁর পরিবার। সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, ২০০৭ সালের ৬ মার্চ রাঙামাটির তরুণ সাংবাদিক মো. জামাল উদ্দীনকে অপহরণের পর হত্যা করে জঙ্গলে ফেলে যায় অজ্ঞাত সন্ত্রাসীরা। এক দিন পর রাঙামাটি পর্যটন কমপ্লেক্সের বিপরীতে হেডম্যান পাহাড়ের জঙ্গল থেকে তাঁর লাশ উদ্ধার করে পুলিশ।
এ ব্যাপারে সাংবাদিক মো. জামালের ছোট বোন সাংবাদিক ফাতেমা জান্নাত মুমু বলেন, ‘দীর্ঘ ১৭ বছর পূর্ণ হলো কিন্তু আমি আমার ভাই সাংবাদিক জামাল হত্যার বিচার পাইনি। ধরা পড়েনি কোনো খুনি।’