বিএনপির কেন্দ্রীয় নেতা, সাবেক মন্ত্রী অ্যাডভোকেট এম রুহুল কুদ্দুস তালুকদার দুলু বলেছেন, যত দ্রুত সম্ভব জাতীয় সংসদ নির্বাচন দিতে হবে। নির্বাচন নিয়ে দেশে বিদেশে নানা ষড়যন্ত্র হচ্ছে। দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতির মারাত্মক অবনতি হয়েছে। আওয়ামী লীগ ক্ষমতা হারানোর পর থেকে পাশের দেশ ভারতের মাথা নষ্ট হয়ে গেছে। যে কোনোভাবেই হোক তারা বাংলাদেশের বর্তমান অন্তর্বর্তী সরকারকে ব্যর্থ প্রমাণ করতে নানা ষড়যন্ত্র অব্যাহত রেখেছে। গতকাল বিকালে জেলার নলডাঙ্গা উপজেলার স্থানীয় নলডাঙ্গা উচ্চবিদ্যালয় মাঠে নলডাঙ্গা বাজার ব্যবসায়ী সমিতি আয়োজিত আলোচনা সভা ও ইফতার মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে দুলু এসব কথা বলেন।
তারা যে কোনো মূল্যে দেশে অরাজকতা সৃষ্টি করে এ সরকারকে ব্যর্থ প্রমাণ করে পতিত আওয়ামী ফ্যাসিবাদী সরকারের লোকজনকে দেশে ফিরিয়ে এনে জাতীয় নির্বাচনে তাদের সুযোগসুবিধা করে দেওয়ার অপচেষ্টা অব্যাহত রেখেছে। এজন্য অন্তর্বর্তী সরকারের উচিত দ্রুত জাতীয় নির্বাচন দিয়ে জনগণের সরকার প্রতিষ্ঠা করে দেশে স্বাভাবিক অবস্থা ফিরিয়ে আনা। দেশের মানুষ গত ১৮ বছর কোনো ভোট দিতে পারেনি। সাধারণ মানুষ তাই ভোট দিতে মুখিয়ে আছে। নলডাঙ্গা বাজার ব্যবসায়ী সমিতির সভাপতি মো. নাসির উদ্দীনের সভাপতিত্বে বক্তব্য দেন জেলা বিএনপির আহ্বায়ক রহিম নেওয়াজ, সদস্যসচিব আসাদুজ্জামান আসাদ প্রমুখ।