খুলনা মেডিকেল কলেজ হাসপাতালের কার্ডিওলজি করোনারি কেয়ার ইউনিটের (সিসিইউ) সব শীতাতপ নিয়ন্ত্রণ যন্ত্র (এসি) দীর্ঘদিন নষ্ট অবস্থায় রয়েছে। এ ইউনিটটি বদ্ধ কক্ষ হওয়ায় গরমে কষ্ট পাচ্ছেন রোগীরা। কক্ষের ১৪টি ফ্যানের মধ্যে কয়েকটি নষ্ট রয়েছে। বাকিগুলো মেরামত করে কোনোরকমে চালানো হচ্ছে। জানা যায়, কার্ডিওলজি সিসিইউতে হার্ট অ্যাটাক, হার্ট ফেইলিওর, হৃৎপিে র গুরুতর সমস্যায় আক্রান্ত মুমূর্ষু রোগীদের চিকিৎসা দেওয়া হয়। চিকিৎসকরা জানান, ঝুঁকিপূর্ণ রোগীর চিকিৎসায়, নিবিড় পরিচর্যায় শীতাতপ নিয়ন্ত্রিত ইউনিট অত্যাবশ্যক। কিন্তু দীর্ঘদিন ইউনিটে এসি ও ফ্যান নষ্ট থাকায় ভোগান্তি বাড়ছে।
সরেজমিন দেখা যায়, সিসিইউর দুই কক্ষে ১৪টি শয্যার সবকটিতে রোগী ভর্তি। সাতটি এসির মধ্যে পাঁচটি নষ্ট। বাকি দুটি কোনোরকমে চললেও তাতে ঠান্ডা হয় না। এ ছাড়া ১৪টি ফ্যানের মধ্যে নষ্ট রয়েছে।
রোগীর স্বজন আসমা বেগম জানান, ইউনিটটি চারদিক থেকে আটকানো আবার কয়েক দিন ধরে গরমও পড়ছে। ফলে গরমে দমবন্ধ পরিবেশে রোগীরা কষ্টের মধ্যে আছে।
হাসপাতালের কার্ডিওলজি বিভাগের প্রধান ডা. মোস্তফা কামাল জানান, সিসিইউতে চিকিৎসার স্বাভাবিক পরিবেশ না থাকলে রোগী আরও বেশি ঝুঁকিপূর্ণ হয়ে যেতে পারে। গণপূর্ত বিভাগকে এ ইউনিটে এসি ও ফ্যান নষ্টের কথা বহুবার বলা হয়েছে।
এদিকে কার্ডিওলজি বিভাগে সিসিইউর এসি নষ্ট নিয়ে গণপূর্ত বিভাগের নির্বাহী প্রকৌশলী কামরুল হাসান জানান, খোঁজ নিয়ে ওই ইউনিটের এসি ও ফ্যান নষ্ট থাকার তথ্য মিলেছে। ফলে মেরামত কাজের জন্য দরপত্র আহ্বান করা হয়েছে।