রাজধানীর ডেমরার একটি বাসা থেকে স্বর্ণা আক্তার (২০) নামের এক গৃহবধূর ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ। গতকাল সকালে লাশ ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেলের মর্গে পাঠানো হয়েছে।
ডেমরা থানার এসআই আবুল কালাম জানান, খবর পেয়ে ডেমরা পার ডগাইর নতুন পাড়া শাহজামাল রোডের একটি বাসায় সিলিং ফ্যানের সঙ্গে ওড়না দিয়ে প্যাঁচানো গৃহবধূর ঝুলন্ত লাশ উদ্ধার করে। ময়নাতদন্তের প্রতিবেদন পেলে মৃত্যুর কারণ জানা যাবে। স্বর্ণার মা জেসমিন আক্তার সাংবাদিকদের বলেন, আমার মেয়ের সঙ্গে দুই বছর আগে রাহাতের বিয়ে হয়। আমার মেয়েকে বিভিন্ন সময় মারধর করত। রাতে রাহাত আমার মেয়েকে হত্যা করে ফ্যানের সঙ্গে ঝুলিয়ে রেখেছে।