গঙ্গার পানিবণ্টন চুক্তি পর্যালোচনা এবং বাংলাদেশ-ভারত যৌথ নদী কমিশনের (জেআরসি) ৮৬তম বৈঠকে যোগ দিতে গত সোমবার কলকাতায় পৌঁছায় বাংলাদেশের সাত সদস্যের একটি প্রতিনিধিদল। সেখান থেকে হাওড়া রেলস্টেশন, এরপর ট্রেনে চড়ে তারা পৌঁছান মুর্শিদাবাদ জেলার ফারাক্কায়। বাংলাদেশের প্রতিনিধিদলের সঙ্গে ছিলেন ভারতের নদী কমিশনের সদস্যরাও। পরে তারা যৌথভাবে ফারাক্কা পরিদর্শন করেন। গতকাল ফারাক্কা পরিদর্শন করে বাংলাদেশের প্রতিনিধি দলের প্রধান মোহাম্মদ আবুল হোসেন জানিয়েছেন, সম্প্রতি ফারাক্কায় নাব্য কমে গেছে। গত জানুয়ারি মাসে ঠিক ছিল, কিন্তু ফেব্রুয়ারিতে কিছুটা কমে গেছে।
এক প্রশ্নের জবাবে আবুল হোসেন বলেন, পানিবণ্টন চুক্তি বাস্তবায়ন হচ্ছে। এর মেয়াদ বৃদ্ধির বিষয়টি বিবেচনা করবে বিশেষ কমিটি। তিনি আরও বলেন, এখানে পরিদর্শনের পর কলকাতায় রুটিন বৈঠক হবে। তিনি জানান, এভাবে পানি কমে যাওয়া স্বাভাবিক। কোনো বছর পানি কম থাকবে, আবার কোনো বছর বেশি থাকবে।