চট্টগ্রাম নগরীর আকবরশাহ এলাকা থেকে অস্ত্র ও গুলিসহ ৩১ মামলার আসামি নুরে আলম নুরুকে গ্রেপ্তার করেছে পুলিশ। শুক্রবার আকবরশাহ থানার ১ নম্বর ঝিল এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তার নুরুর বাড়ি কুমিল্লার চৌদ্দগ্রাম হলেও জন্ম ও বেড়ে ওঠা আকবরশাহ থানার ১ নম্বর ঝিল এলাকায়।
আকবরশাহ থানার ওসি মো. কামরুজ্জামান জানান, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে শীর্ষ সন্ত্রাসী নুরুকে গ্রেপ্তার করা হয়। এ সময় তার কাছ থেকে একটি দেশি এলজি ও ৬ রাউন্ড কার্তুজ উদ্ধার করা হয়। নুরুর বিরুদ্ধে মাদক, চাঁদাবাজি, পাহাড় কাটা, ডাকাতি এবং অস্ত্র আইনসহ বিভিন্ন ধারায় ৩১টির বেশি মামলা রয়েছে। তাকে আদালতে পাঠানো হয়েছে।