সাম্প্রদায়িক সম্প্রীতি না থাকলে জাতি শক্তিশালী হয় না উল্লেখ করে বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়নের মহাসচিব কাদের গণি চৌধুরী বলেছেন, ‘দেশে হিন্দু-মুসলমান সবারই সমান অধিকার রয়েছে। প্রতিটি নাগরিক দেশের মালিক। বিগত সরকার আমাদের মালিকানা কুক্ষিগত করেছিল। আমরা নাগরিকরা সেই মালিকানা ফেরত চাই।’
তিনি বলেন, ‘সাহা সম্প্রদায় শুধু এ দেশে নয়, গোটা বিশ্বেই অত্যন্ত সম্ভ্রান্ত সম্প্রদায়ের নাম। এ দেশেও তাদের অবদান সর্বমহলে স্বীকৃত।’ গতকাল দুপুরে নরসিংদীর মাধবদীতে ড্রিম হলি ডে পার্কে ‘সাহা ফাউন্ডেশন’-এর ষষ্ঠ প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।
সাহা সম্প্রদায়ের প্রতি শ্রদ্ধা জানিয়ে কাদের গণি চৌধুরী বলেন, ‘যারা ক্ষমতায় থেকে এ দেশে অসাম্প্রদায়িকতার কথা বলে বারবার সংখ্যালঘু নির্যাতন চালিয়েছে, তাদের মুখোশ উন্মোচন করে গেছেন এই প্রিয়া সাহা। আমি আজ সেই প্রিয়া সাহাকে শ্রদ্ধা জানাই। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সাহা ফাউন্ডেশনের সভাপতি মলয় কুমার সাহা। অনুষ্ঠানে জাতীয় প্রেস ক্লাব সভাপতি হাসান হাফিজ, ড্রিম হলি ডে পার্কের কর্ণধার ও সাহা ফাউন্ডেশনের প্রধান উপদেষ্টা প্রবীর সাহাসহ সংগঠনের নেতারা বক্তব্য রাখেন।
বাংলাদেশ সাম্প্রদায়িক সম্প্রীতির দেশ উল্লেখ করে কাদের গণি চৌধুরী বলেন, আমরা বিশ্বাস করি ধর্ম যার যার রাষ্ট্র সবার। আমরা খুব সচেতনভাবেই বিভিন্ন ধর্ম ও সম্প্রদায়ের মানুষের সঙ্গে ভ্রাতৃত্বের বন্ধনে আবদ্ধ হই।