নতুন দলসহ সব রাজনৈতিক দল জনকল্যাণমুখী হবে বলে প্রত্যাশা ব্যক্ত করেছেন স্থানীয় সরকার উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া। গতকাল সন্ধ্যায় কুমিল্লার মুরাদনগরে নিজ গ্রাম আকবপুর উচ্চবিদ্যালয় মাঠে গ্রামবাসীর সঙ্গে মতবিনিময় অনুষ্ঠান শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন। এক প্রশ্নের জবাবে স্থানীয় সরকার উপদেষ্টা বলেন, স্থানীয় সরকার নির্বাচন নিয়ে এখনো পর্যন্ত চূড়ান্ত কোনো সিদ্ধান্ত হয়নি। এ বিষয়ে আলোচনা চলছে। সিদ্ধান্ত হলেই আপনারা জানতে পারবেন। নতুন রাজনৈতিক দলের আত্মপ্রকাশ প্রসঙ্গে আসিফ মাহমুদ বলেন, আমি দলের কার্যক্রমের সঙ্গে যুক্ত নই। কারণ আমি এখন সরকারের দায়িত্বে আছি। এ সরকারের গণতান্ত্রিক রূপান্তরের যে দায়িত্ব আমাকে দেওয়া হয়েছে, সে জায়গা থেকে আমরা কোনো রাজনৈতিক দলের সঙ্গে যুক্ত থাকতে পারব না।