প্রখ্যাত সাংবাদিক ও কলামিস্ট এবিএম মূসার ৯৫তম এবং বাংলাদেশে নারী সাংবাদিকতার অন্যতম অগ্রদূত সেতারা মূসার ৮৬তম জন্মদিন আজ। এ উপলক্ষে এবিএম মূসা-সেতারা মূসা ফাউন্ডেশন আজ জাতীয় প্রেস ক্লাবের জহুর হোসেন চৌধুরী হলে আজীবন সম্মাননা প্রদান ও স্মারক বক্তৃতা অনুষ্ঠানের আয়োজন করেছে। অনুষ্ঠানে বাংলাদেশ সংবাদ সংস্থা (বাসস)-এর সাবেক এমডি আমান উল্লাহকে আজীবন সম্মাননা প্রদান করা হবে। অনুষ্ঠানে ‘সাহিত্য ও সাংবাদিকতার আন্তসম্পর্ক’ শীর্ষক স্মারক বক্তব্য দেবেন কবি ও লেখক, জাতীয় প্রেস ক্লাবের সভাপতি এবং দৈনিক কালের কণ্ঠ সম্পাদক হাসান হাফিজ।
এবিএম মূসা ১৯৩১ সালের এদিনে তাঁর নানাবাড়ি ফেনীর ধর্মপুর গ্রামে জন্মগ্রহণ এবং ২০১৪ সালের ৯ এপ্রিল চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুবরণ করেন। সেতারা মূসার জন্ম ১৯৪০ সালের ২৮ ফেব্রুয়ারি কুমিল্লার লাকসামে নানাবাড়ি। ১৯৪৭ সালের দেশভাগের পর কলকাতা থেকে তিনি সপরিবার ঢাকায় চলে আসেন। ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে বাংলা ভাষা ও সাহিত্যে মাস্টার ডিগ্রি অর্জন করে দৈনিক পূর্বদেশের নারী পাতায় দায়িত্ব পালন করেন। পাশাপাশি রেডিও এবং টিভিতে ছোট একাঙ্কিকা লিখতেন।