রাজধানীর মহাখালীতে যত্রতত্র বাসের বিরুদ্ধে মামলা দেওয়ার অভিযোগ তুলে এর প্রতিবাদে সড়ক অবরোধ করেছে পরিবহন শ্রমিকরা। প্রায় এক ঘণ্টা ধরে সড়ক অবরোধের কারণে মহাখালী থেকে বনানী, উত্তরা, গুলশানসহ আশপাশের এলাকায় তীব্র যানজটের সৃষ্টি হয়। এতে চরম ভোগান্তিতে পড়েন নগরবাসী। গতকাল বিকাল সাড়ে ৩টা থেকে তারা সড়ক অবরোধ করেন বলে জানান মহাখালী জোনের সহকারী কমিশনার (এসি) জুনায়েদ জাহেদী।
তিনি বলেন, উত্তরায় ভ্রাম্যমাণ আদালত চলাকালীন একটি বাসের কাগজপত্র ঠিক না থাকায় নির্বাহী ম্যাজিস্ট্রেট মামলা দেন। এরপর বাসটি মহাখালী এসে প্রায় ২০০-৩০০ জন শ্রমিককে সঙ্গে নিয়ে সড়ক অবরোধ করেন। এতে মহাখালী টার্মিনাল থেকে ইনকামিং ও আউটগোয়িং যান চলাচল বন্ধ হয়ে যায়। পরে ঘটনাস্থলে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়।